শুধুই তোমার জন্য

কলমে- কাজল দত্ত

 

মনটা বড়ই আকুলি বিকুলি করে

তোমায় পাওয়ার তরে।

একবার তোমাকে পেলেই

জীবনটা হবে ধন্য!

কি করে তোমায় পাই বলতো?

আমি যে অতি নগণ্য! তবুও

 অনন্ত পথ হেঁটেছি শুধু

তোমায় পাওয়ার জন্য!

প্রয়োজনে আরো কয়েক যোজন পথ

তোমার হাত ধরে হেঁটে যেতে রাজি

শুধুই তোমাকে  পাওয়ার জন্য।

কত পাহাড় সাগর নদী তেপান্তরের

মাঠ পেরিয়ে আকাশ ছুঁয়েছি শুধু

তোমায় পাওয়ার জন্য।  তবুও

তোমার মন ছুঁতে পারলাম না এখনো।

জানিনা কবে তোমায় পাবো!

তবুও একলা পথে তোমার সাথে

নিরন্তর হেঁটে যাবো।

হয়তো দিনের শেষে রাতের

 আঁধারে এসে তোমায় পাবো।

 258 total views,  2 views today