শুধু একটি ফাগুন

কলমে – আনন্দময়ী চট্টোপাধ্যায়

গ্রাম + পোঃ বন রাধানগর, থানা-বিষ্ণুপুর, জেলা – বাঁকুড়া

মোর জীবনে যত ফাগুন-ই,

আসুক নাকো প্রিয়,

তার মধ্যে তোমার ইচ্ছে মতন-

একটা ফাগুন আমায় দিও।

যে ফাগুনের পলাশ রাঙা-

পথের বাঁকে বাঁকে,

থাকবে তুমি, থাকবো আমি-

হাতটি রেখে হাতে।

বলব শুধু মনের কথা,

অতি সংগোপনে,

ধীরে ধীরে, হেসে হেসে,

চেয়ে মুখের পানে।

শুনে হাসি রাশি রাশি,

পলাশ শিমুল পড়বে ঝরে,

কুড়িয়ে নিয়ে খোপায় দেবে-

অতি যত্ন করে আদরে।

বলবে তুমি একটি কথা,

শুনব শুধু আমি,

তোমার ভালোবাসা আমার কাছে-

প্রাণের চেয়েও দামি।

ব্যাস, ওইটুকু কে আঁকড়ে ধরে,

থাকবো সারা জীবন,

আমি আমার মতন আর-

তুমি তোমার মতন।

আর কিছুই তো চাইবো না গো,

বলছি শপথ করে,

তাই একটি ফাগুন আমায় দিও,

তুমি কৃপা করে।।

Loading