” শুভ বৈশাখ “

কলমে – চন্দনা কুন্ডু

বিধাননগর কলকাতা, উল্টডাঙ্গা, ফোন‌ 9836087484

 

শুভ বৈশাখ নূতন‌ পরশে পুরাতন‌ দূরে যাক

সকল হৃদয়ে তোমার কৃপায় কুশল টুকুই থাক ।কাল বৈশাখী উড়াবে এবার জীবনের যত ধুলো,

গুরুগুরু মেঘে বৃষ্টির ছোঁয়া ভরাবে শূন্য থলি ।

সূর্য়ের তাপে ধরাবে ফাটল,ধরণীর বুকের মাঝে ,

ক্লান্ত পথিক পথচলা শেষে, বিশ্রাম নেবে কাজে ।

তবু বৈশাখ,এত উত্তাপ,নতুনেরে দাও আনি

মুছে দিয়ে যাও যত দুঃখ ও ক্লেশ গ্লানি ।

শুভ চেতনার শুভ জাগরণ শুভ বৈশাখে আন

ক্ষমা কর সব পুরাতন ভুল হৃদয়ে আনন্দ টানো ।

 182 total views,  2 views today