সঙ্গে যাবে ইনস্টা ফেবু

কলমে – হিমেন্দু দাস

গ্রাম – জেঠিয়া, পোঃ রাজানগর, থানা – রঘুনাথগঞ্জ, মুর্শিদাবাদ

 

ইনস্টা ফেবু পান্তা লেবু হজম ক’রে ঝিমায়—

ঘুম ভাঙিলেই স্ট্যাটাস টিকে চিকেন মোমোর কিমায়।

টক দইয়ে ঘোল বাড়ন্ত গোল গিন্নি খোলেন এসি,

ফ্যাশান ঘেরা আরশিনগর পরখ করে দেশি।

ঠুনকো কাঁচে তপন আঁচে মানুষ বাঁচে না না,

ইনস্টা ফেবুর জাত বাহিনীর বাত-কাহিনী কানা।

সবুজ লোপাট চিকন চোকাট নগরায়ন ঋণে,

খিল্লি মারে ডিসপ্লে আঙুল আগুন ফাটা দিনে।

লক্ষ-কোটি বৃক্ষরোপণ চোখাচোখি চাহে—

ব্যাঙ্গমা আর ব্যাঙ্গমিরা, জলপাঁচালী গাহে।

শুকনোপুকুর টাপুর টুপুর স্বপ্ন দেখে দিবা,

বৃক্ষরোপণ আত্মগোপন—কার আসে যায় কিবা?

প্রচার পেটা গাছ কাকুরা গাছ বিলিয়ে ফেমাস,

জেকোকাবাদ অতীত করে কলাইকুণ্ডার এ মাস।

সুপ্রভাত আজ শুভ দুপুর সরাসরি আনে,

বোশেখ ভোলে বৈশাখী-কাল মাল্টি রোদের স্নানে।

মাল্টি এমন পাল্টি খেলো বৃক্ষরোপণ ভ্যানিশ,

ভায়োলিনের করুণ সুরে ড্রাম গিটারিস্ট স্প্যানিশ।

মাটির দিকে তাকান এবার প্রচার-টোচার সেরে,

ইন্সটা ফেবুর ফলটা ধরুন মাটির থেকে পেড়ে।

কলম ছেড়ে গাছ লাগাতে চলল কলম চাষা,

সঙ্গে যাবে ইনস্টা ফেবুর হাতগুলো এই আশা।

দিনের শেষে ঠিক আসিবে জীবন দায়ী বৃষ্টি,

সৃষ্টি পাশে সৃষ্টি পুঁতুন বাঁচবে ঠিকই সৃষ্টি।

Loading