সন্ধান
সুমিতা পয়ড়্যা
শব্দ খুঁজছি; অনেক অনেক শব্দ
শব্দগুলো একেবারে নিজের মতো করে সাজাবো
কাঠঠোকরা পাখির ঐ শক্ত ঠোঁটের মতো।
পায়রাগুলোর মত বকম বকম করবে না,
শালিকগুলোর মত কিচির মিচির হবে না,
শুধু শব্দরাশির মেলবন্ধন থাকবে—
কেউ ঠকঠক করতে পারবে না।
একঘেয়ে জীবনে কাঁটাযুক্ত ক্যাকটাসগুলোকে শব্দোচ্চারণ করে শোনাবো
ওরা তখন হতবাক হয়ে আড়াল হওয়ার চেষ্টা করবে;
তবু অভিবাদনে উপহারস্বরূপ ওদেরকে একটা কবিতা দেব।
অনেক অনেক শব্দ চাই; অনেক শব্দ।
………………………………………………………………………………………………….
-
-
-
-
__________________________________________________________
-
-
-
-
-
-
-
__________________________________________________________
-
-
_______
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-