সময়ের মূল্যবোধ

✍️ – শ্রী সুবোধ চন্দ্র সরকার

এম.কম., এল.এল.বি. (আইনজীবি)

……………………..

ধরণীর পথিক মানবজাতি মোরা, সময়ের পথ ধরি করি চলাফেরা।

হতো যদি মানব জীবন অন্তহীন, নিশ্চয় হতো চির সুখী, দুঃখ-কষ্ট বিহীন।

ক্ষুদ্র এ জীবন চাহে বৃহত্তর উদযাপন,

সময় নাহি করে মঞ্জুর তারে করিবারে সমাপন।

মানবের কাছে তাই সময় অমূল্য রতন,

যথার্থ মূল্য বোধ সময়ের করে জীবনে সাফল্য অর্জন।

মানব জীবন হলো সীমাবদ্ধ সময় হল অনন্ত,

চাহে মানব জীবন তার হোক অফুরন্ত।

হেন প্রত্যাশা হয় না পূরণ হায়,

 সময় চলিয়া যায় নদীর স্রোতের প্রায়।

আলস্য জড়তা করি পরিহার যে জন,

 দিয়ে সময়ের মূল্য করে আত্মনিয়জন।

সদ্ব্যবহার করে কেহ যদি দুর্লভ সময়,

 গড়িবেক  জীবন সার্থক সুন্দর সর্বময় নিশ্চয়।

Loading