সময়

✍ – কলম – প্রসূন বিশ্বাস।

৪সি কাশী নাথ দত্ত রোড, কলিকাতা ৭০০০৩৬

 

সময়  তুমি সঠিক দৃষ্টি দাও ,

কালের পথ স্পষ্ট করো আরো।।

এতো ছোটো এই যে জীবনতরী,

তাকে শুধু তুমি থামাতে পারো।।

সময় তুমি ডানা মেলে ধরো,

জানো কল্পনা, বাস্তব বড় ই কঠিন।।

যদিও মৌনতা র সাক্ষী  তুমি ,

সবার ই মনে র গহনে ভর করো।।

তুমি পারো হাস্যের ঝলক ফোটাতে,

আমার অনভিলাষীর ইচ্ছে হতে ।।

ঝড় রুপে আসো তুমি অকস্মাৎ,

থেমে যাও আবার ধৈর্য্য ই করে মাত।

সময় তুমি থাকো জীবনতটের বালিয়াড়িতে।।

মনের আঁকা ছবি মুছে দাও

কালের ভ্রুকুটিতে।।

অনাহত রঙবেরঙ জীবনের ও পারে।।

কালে সারথী থামিয়েছো বারে বারে।।

সময় তুমি শিয়রে জ্বালো আলোর মায়া।‌।

দূর গগনের মাঝে বিছায়ে নিজ  ছায়া ।।

হেনো রুপের মহিমা তোমার রহস্যভরা।।

কালের পরিবর্তনে তুমি থাকো

অন্তরে মোড়া।।

……………………………………………………………………………………………………

 

 

 

Loading