নিজস্ব প্রতিনিধি – পুজোতেও সাধারণের জন্য গড়াবে না লোকাল ট্রেনের চাকা। নবান্নে নতুন নির্দেশিকায় লোকাল ট্রেন চালু নিয়ে নেই কোনও উল্লেখ নেই। তবে পুজোর মরশুমে বিধিনিষেধে রয়েছে সামান্য ছাড়। ১০-২০ অক্টোবর থাকছে না কোনও রাত্রিকালীন বিধিনিষেধ। অর্থাৎ পঞ্চমী থেকে লক্ষ্মীপুজো, রাত জেগে ঘোরাঘুরিতে নেই কোনও বাধা। করোনাকালে উৎসব, এই পরিস্থিতিতে আরও এক মাস বাড়ল রাজ্যে করোনা বিধিনিষেধের মেয়াদ।

Loading