সখাহীন

✍ – অনিতা বর্মন

কবি পরিচিতি: কবি অনিতা বর্মন। (শৈল বালা বর্মন)। পিতা স্বর্গীয় অন্নধর বর্মন, মাতা প্রভাদিনী বর্মন। পাঁচ বোন, সবিতা, বনিতা, কবিতা ও মলিনা বর্মন। তিনি ভারতবর্ষের পশ্চিমবঙ্গ রাজ্যের কোচবিহার জেলার অন্তর্গত হলদিবাড়ি থানার নগর সাহেব গঞ্জ গ্রামের বাসিন্দা ছিলেন। বর্তমানে তিনি বৈবাহিক সূত্রে স্বামী শ্রী অনুপম বর্মনের সহিদ একই জেলায় মেখলিগঞ্জ ব্লকের ৭৯ নিজতরফ  গ্রামে বসবাস করছেন। পুত্র কিসান এবং কন্যা ধৃতি বর্মন। গৃহকর্মের পাশাপাশি বই পড়তে এবং কবিতা লিখতে ভালোবাসেন।

………………………………………………………………………………………………………

এক সমুদ্রর স্বপ্ন দেখায়

মন ভুলালি সখা,

তুই বিনে হায় ক্যামনে এখন

থাকি আমি একা।

মিষ্টি সোনা বন্ধু আমার

তুই যে আমার ওরে,

ইচ্ছে করে এই বুকেতে

ধরে রাখি তোরে।

আমায় ছেড়ে তুই রে সখা

ক্যামনে আছিস সুখে,

তুই বিহনে সখা আমি

থাকি বড় দুখে।

রাখব বেধে প্রেমের ডোরে

এবার দেখা হলে,

পারবি না আর চলে যেতে

নানান ছলে বলে।

মধুর মধুর কত স্মৃতি

যায় কি কভু ভোলা,

সব ভুলিয়ে আয়না সখা

ভাসাই প্রেমের ভেলা।

……………………………………………………………………………………………………

 

 

 

Loading