শিবলিঙ্গের সাদা তিলক-এর তাৎপর্য

প্রফেসর ডক্টর কুশল সেন

Prof & Head
Dept.of Applied Numbers
Astrological Research Institute of Krishnamurthi paddhati
Agartala Tripura*
Niti Aayog, Govt. of India.

সদস্য, মার্গদর্শক মন্ডল, ভারতীয় বৈদিক জ্যোতিষ সংস্থানম্‌, বারানসী

e-mail :  kooshoeg@gmail.com

শিব শব্দের প্রকৃত অর্থ হল মঙ্গল। আর লিঙ্গ শব্দের আভিধানিক অর্থ হল প্রতীক। তাই শিবলিঙ্গ শব্দের পূর্ণ অর্থ হল ধরাধামের জীবের সকল প্রকার মঙ্গলের প্রতীক। যার কাছে মস্তক নত হয়ে রয়েছে সমগ্র বিশ্বব্রহ্মাণ্ডের মানব ও দেব। তিনিই হলেন আদি অন্তহীন পরম সত্তার প্রতীক লিঙ্গরূপী দেবাদিদেব মহাদেব।

সকল শিবলিঙ্গের উপরে যে সাদা রঙয়ের তিলকের তিনটি সমান্তরাল রেখা দেখতে পাওয়া যায় সেই সমান্তরাল রেখা তিনটি থাকার প্রকৃত কারণ হল – সাধারণতঃ শিবলিঙ্গ তিনটি অংশ দ্বারা গঠিত হয় (১) প্রথম অংশকে বলা হয় শিবপিঠ (শিবপট্ট) (২) দ্বিতীয় অংশকে বলা হয় বিষ্ণুপিঠ (বিষ্ণুপট্ট) (৩) তৃতীয় অংশকে বলা হয় ব্রহ্মপিঠ (ব্রহ্মপট্ট)।

এই তিনটি সাদা রঙের তিলকের সমান্তরাল রেখা থাকার একমাত্র কারণও তাই। যেটি আসলে আদি অন্তহীন এক পরম সত্তার প্রতীক। সেটিই সর্বপ্রকার মঙ্গলের প্রতীক বলে শাস্ত্র নির্দেশ করেছেন। সকল হিন্দু নরনারীগণ মঙ্গলের প্রতীক হিসাবে সর্বাগ্রে দেবাদিদেবেরা শিবের পূজা করে থাকেন। শাস্ত্রে বলা হয়েছে –

শক্তেন বা বৈষ্ণবো, বাপি শৈবো বা পরমেশ্বরী।

আদৌ লিঙ্গ প্রপূজ্যাথ বিল্বপত্রৈর্বরার্চনে।।

পশ্চাদনং মহেশানি শিবং প্রার্থ্য প্রপূজয়েৎ

অন্যথা মূত্রবৎ সর্বং শিবপূজাং বিনা প্রিয়ে

অথ শিবার্চন তন্ত্রম্‌

অর্থাৎ, হে মহেশ্বরী, হে প্রিয়ে! শাক্ত, বৈষ্ণব, গানপত্য এবং গৌরী সকলেই সর্বাগ্রে বিল্বপত্রাদি দ্বারা শিবপূজা করবে। অতঃপর অন্যথা হলে তার সকল পূজা নিশ্চিত মূত্রবৎ হবে এতে কোনো সন্দেহ নেই। শিবের অসংখ্য নামের মধ্যে রুদ্র, শঙ্কর, মহাদেব, নীললোহিত, ঈশান, পশুপতি, বিজয়, ভীষ্ম, দেবদেব, কপানীশ, ভবোদ্রব এই একাদশ রুদ্রনাম বিশেষ বিখ্যাত। শিবের ধ্যানে মগ্ন থাকতেন শিবভক্ত বশিষ্ট, অগস্ত্য, অঙ্গিড়রা, ভৃগু, কশ্যপ, দধীচি, চ্যবন, উপম্যু এই সমস্ত ত্রিকালজ্ঞ ঋষিরা।

শিবলিঙ্গ কথার সারমর্মার্থে শাস্ত্রে বলা হয়েছে, ‘কোনো প্রাণীর ইন্দ্রিয় বিশেষকেই লিঙ্গ বলে না। আলয়কেই এখানে লিঙ্গ বলে মানা হবে। সমগ্র সৃষ্টি যেখানে লয়প্রাপ্ত হয়, বিলীন হয়ে যায়, তাই হল শিবলিঙ্গ। ‘লী’ ধাতুর অর্থ লয় পাওয়া এবং ‘গম’ ধাতুর অর্থ বহির্গত হওয়া। তাই যে পরমসত্ত্বার মধ্যে জগৎ লীন হয় এবং যার থেকে জগতের উৎপত্তি সেই পরম কারণই লিঙ্গ। শিবের প্রতীক বা চিহ্ন হল শিবলিঙ্গ। শাস্ত্রকারেরা লিঙ্গার্চন তন্ত্রমতে বলেছেন

‘লিঙ্গপূজা বিনা দেবী!

অন্যপূজাং করোতি য।’

লিঙ্গ কোনো অঙ্গবিশেষ নয়, তা হল সাক্ষাৎ মহেশ্বরের জ্যোতির্ময় রূপেরই প্রকাশ এবং গৌরীপট্ট হল জগন্ময়ী মা পার্বতীর চিন্ময়ী রূপ।‘শিব’ শব্দটি

সুখ-শান্তির ঘরোয়া টোটকা

  • ক্যাশ বক্সের মধ্যে রূপার পাত্রে অল্প চাল বৃহস্পতিবার ব্রাহ্ম মুহূর্তে রেখে দিয়ে এবং নিজের পার্সের পুরো ক্যাশ গননা করা উচিত নয়। এরকম করলে দোকানের বিক্রি বেড়ে যাবে।

  • হঠাৎ অশান্তি হলে, বাচ্চা অসুস্থ হয়ে পড়লে, কোনো প্রচন্ড ঋণাত্মক শক্তি কাজ করলে, শত্রুর হাত থেকে রক্ষা পেতে চারটি লাল শুকনো লঙ্কার বীজ সংগ্রহ করে তামার ঘটে পরিষ্কার জল ভির্ত করে জলভরা ঘটে বীজগুলি ফেলে দিয়ে, পরিবারের সকল সদস্যের মাথার উপরে জলভর্তি ঘট ক্লকওয়াইজ (ঘড়ির কাঁটার দিকে) ৭ বার ঘুরিয়ে বাড়ির বাইরের মেন ডোরের সামনে ফেলে দিতে হবে মঙ্গল/শনি/রবি

Loading