শ্রমিক দিবস
কন্ঠে ও কলমে – অরুন্ধতী মাহাত
আমি একজন শ্রমিক
হ্যাঁ, আমি এক শ্রমিক।
শ্রম দেওয়া আমার কাজ।
সারা বছর রোদে পুড়ে, জলে ভিজে
মাঠে, ঘাটে, কলকারখানায় কাজ করি।
আর তোমরা, কোথায় থাকো সারা বছর?
হঠাৎ করে আজকের দিনেই
তোমাদের চেতনার উদয় ঘটে!
বড় বড় মঞ্চ করে ভাষণ দাও, আর
কলমকে হাতিয়ার বানিয়ে
নিজেদের সমাজ সচেতক বলে দাবী করো!
আমি মূর্খ মানুষ, কতকিছু বুঝিনা
গায়ে -গতরে খাটতে কুণ্ঠাবোধ করিনা।
এই তপ্ত দাবদাহে তোমাদের মুখে
অন্ন জোটাতে মাথার ঘাম ঝড়িয়ে
মাঠে -ঘাটে কাজ করে চলি।
অন্ধকার খনিতে অবিরাম কাজ করি,
কল কারখানার ধোঁয়ায় কাজ করি,
কখনও থেমে থাকিনা,
আমরা যে শ্রমিক, আমাদের থামতে নেই।
আমরা একবার থেমে গেলে
সমস্ত কিছু অচল হয়ে পড়বে।
আমরা আছি বলেই তোমরা
সুখে শান্তিতে নিশ্চিন্ত
জীবন যাপন করতে পারছো।
আমরা আছি বলেই এতো
বিলাসিতা করতে পারছো।
তবু, সারাবছর না হোক, অন্তত বছরে
একটা দিন আমাদের মতো
শ্রমিকদের কথা মনে রাখো বলে
তোমাদের কাছে কৃতজ্ঞ।
জয় পয়লা মে,
জয় হোক শ্রমিক দিবস।