অণুকবিতা – ভঙ্গুর সমাজের বাস্তবতা
কলমে :- প্রসূন বিশ্বাস
৪সি কাশী নাথ দত্ত রোড, কলিকাতা ৭০০০৩৬
বর্তমান সমাজ ভাঙা নাট্যমঞ্চ।
দম্ভ আর বিকৃত মানসিকতা।
তমসাচ্ছন্ন গহীনে বস্ত্রহরন দ্রৌপদীর।
রক্তাক্ত রাজপথ বিরহে মলিন।
অতৃপ্ত আত্মা গুমঘরের রঙ্গমঞ্চে,
মৃতপ্রায় অপ্রাপ্তি পৈশাচিক নীরবতায়।
প্রতিহিংসা, প্রতিদ্বন্দ্বিতা বরাভয় দূষণে,
সমাজ আজ প্রহসনের অন্তরঙ্গ।