শেষ বসন্তে

কলমে: ছবি বর্মন

কুমারগঞ্জ, দক্ষিণ দিনাজপুর

ইচ্ছে গুলো ঘুমিয়ে পড়ে

ক্লান্ত শরীর মন ,

আকাশ -কুসুম ভাবনা গুলো

করছে জ্বালাতন ।

নীরব আঁখি দিচ্ছে ফাঁকি

লুকিয়ে নোনা জল ,

ভোরের পাখি আজ ও ওড়ে

বাঁধে নূতন দল ।

অগোছালো কাগজ গুলোয়

জমতে থাকে ধূলো,

ব্যর্থতা তাই উঁকি মারে

সফলতা দেখায় নুলো ।

শালুক বনে ঝড় উঠেছে

টলমলে শিশির বিন্দু ,

আকাশ পারে মেঘের মেলা

লুকায় তারা ইন্দু ।

চোখের তারায় আশার পাহাড়

শেষ বসন্তের ডাকে ,

আকাশ নীলে খুঁজব গিয়ে

সুখ টি কোথায় থাকে ।

………………………………………………………………………………………………….

  •  

  • __________________________________________________________

  •  

  •  

  •  

  • __________________________________________________________

  • _______

  •  

  •  

  •  

  •  

  •  

  •  

  •  

  •   

Loading