স্কুল ব্যাগ
কলমে ✍️:কল্যাণ কুমার সাউ
গ্রাম+পোস্ট:ধলভূমগড় জেলা:পূর্ব সিংহভূম ঝাড়খন্ড,পিন:৮৩২৩০
ঐ যে ছোট্ট ছেলেমেয়ে, চলেছে কাঁধে ব্যাগ বয়ে নিয়ে,
শিশুর চেয়েও ভারী ওজন, বইতে কাঁধ যাচ্ছে নুইয়ে।
প্রশ্ন করলাম এক শিশুকে, কি আছে ঐ ব্যাগের ভেতরে,
বই, খাতা, টিফিন, জল বোতল, উত্তর দিলো প্রাণভরে।
শুধুই কি এগুলো, না আরো কিছু আছে সোনা ব্যাগে,
চিন্তায় পড়লো শিশু, একটু থেমে বলে পেন্সিল বাক্স রেখেছি আগে।
আর কিছু রাখোনি তো?
ভেবে দেখো তুমি ,
না আর কিছুই নেই তো!
শিশু সরল মনে ভাবে তাইতো।
স্বস্নেহে বলি তারে,
অনেক কিছুই রয়েছে তোমার ব্যাগের ভেতরে,
মায়ের স্নেহ, বাবার আশা অভিলাশা,
তোমার বড় হওয়ার স্বপ্ন দেখার আশা।
রয়েছে তোমায় নিয়ে, এক ভবিষ্যত গড়ার কথা,
নিন্দুকের হৃদয় থেকে নির্গত বাক্য হৃদয়ে গেঁথে থাকা।
তোমায় নিয়ে বাঁচতে শেখা,
নিজের ত্যাগ বলিদানের কথা।
বলি শোনো শিশু তুমি, ভেবোনা এটা বৃথা,
এ নয়গো শুধুই বইয়ের ব্যাগ, রয়েছে অন্তরের কথা।
বাড়িতে গিয়ে ছুঁড়ে না ফেলে, রেখো সযত্নে কাছে,
একবার চেয়ে দেখবে শুধু, স্বপ্ন কত সাজানো আছে ।।
………………………………………………………………………………………………………………