“রক্তের স্বাদ পাই “

কলমে- জয়দীপ রায়চৌধুরী
রক্তের স্বাদ পাই
যত্র তত্র ,
এতদিন কখনও
এত রক্ত দেখিনি।
মুমূর্ষু রোগীর দেহে
যা দরকার ছিল
তবু তা পাওয়া যায় নি ,
জীবন আজও বাঁচল না
অন্যভাবে
বিকৃতরূপে,
তখনও বাঁচে নি।
রক্তের ঘ্রাণ পাই
বাতাসের মাঝে,
রক্তের স্বাদ পাই
জিভের ডগায়
অহোরাত্র।
22 total views, 2 views today












