রত্নাকরের আত্মকথা

 

উজ্জ্বল পত্রনবীশ

সংসারের মুখে হাসি ফোটাতে গিয়ে,

আমি হারিয়েছি—-

আমার বিবেক আমার মনুষ্যত্ব।

ঘুন ধরা সমাজের স্বার্থপরতায়—-

আর অসহযোগিতায়—

আজ আমি একজন সমাজ বিরোধী।

কিন্তু, আমি তো এ পথ চাইনি ?

চেয়েছিলাম, বড় হোতে।

মানুষের মাঝে থেকে—-

অসহায় মানুষের সেবা করতে।

কিন্তু, দুর্ভাগ্য আমার !

আমার সীমাহীন দারিদ্রতায়—-

সমাজের কাছে সাহায্য চেয়েছি—

সমাজ মুখ ফিরিয়ে নিয়েছে।

কিন্তু, আমার _দুর্দিনে—-

সাহায্য করেছে আমাকে_ —

সমাজের অসাধু সম্প্রদায়।

তাদের দয়ায়—

আজ ও আমি পাপ পথে —

সংসারের মুখে—-

হাসি ফুটিয়ে চলেছি ।

সংসার হেসেছে, আর আমি—-

বিবেকের দংশনে জ্বলেছি।

কোন কোন ক্ষেত্রে—-

লাঞ্ছিত ও অপমানিত হয়েছি।

কিন্তু, সংসার আমাকে—

ধিক্কার দিয়েছে।

তারা আমার, পাপের অর্থ,—

ভোগ করেছে—-

কিন্তু , পাপকে করেছে ঘৃণা।

আমি যেন—

একালের দস্যু রত্নাকর।

………………………………………………………………………………………………….

  •  

  • __________________________________________________________

  •  

  •  

  •  

  • __________________________________________________________

  • _______

  •  

  •  

  •  

  •  

  •  

  •  

  •  

  •   

Loading