জেনে নিন আপনার আজকের (৫ সেপ্টেম্বর, মঙ্গলবার, ২০২৩) রাশিফল সঙ্গে টোটকা

বহু সম্মান ও পুরষ্কারে ভূষিত, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সাপ্তাহিক রাশিফল বিচারের লেখক

আচার্য্য পি.শাস্ত্রী

(স্বর্ণপদক প্রাপ্ত)

9836738810 / 8697296783

মেষ

যোগ্য ব্যক্তি হিসেবে নিজের ভাবমূর্তি গড়ে তুলতে পারবেন। চাকরির ক্ষেত্রে স্থিতিশীলতা বজায় থাকবে। বিকল্প ও নতুন পথে অগ্রসর হলে সুযোগ পাবেন। ব্যবসায় ভালো যোগাযোগ আসবে। প্রিয়জনের কাছে থাকুন।

শুভ রং: কমলা  শুভ সংখ্যা: ১৬  শুভ সময়: সকাল ৮টা থেকে সন্ধ্যা ৭টা

বৃষ

উপার্জন হলেও আর্থিক চাপ থাকবে। ব্যবসায় ভুল সিদ্ধান্ত নিয়ে সমস্যায় পড়তে পারেন। দক্ষ ব্যবস্থাপনার অভাবে সুযোগ হাতছাড়া হতে পারে। কর্মপদ্ধতি পরিবর্তন করুন। সিদ্ধান্তে স্থির থেকে সঠিক সময়ে সঠিক কাজ করুন।

শুভ রং: বেগুনি শুভ সংখ্যা: ৫ শুভ সময়: সন্ধ্যা ৬টা ৪৫ থেকে রাত ৮টা

মিথুন

কোনো প্রত্যাশিত কাজে অগ্রগতি হবে। ব্যবসায় আশানুরূপ আয়ের সম্ভাবনা। বন্ধুর সহযোগিতায় কাজে সফলতা পাবেন। কর্মক্ষেত্রে মন্দাভাব কেটে যাবে। বুদ্ধিমত্তার সঙ্গে সুযোগের সদ্ব্যবহার করুন। সুস্থ থাকুন।

শুভ রং: ক্রিম শুভ সংখ্যা: ৩৫ শুভ সময়: সকাল ৭টা ১৫ থেকে দুপুর ২টা

কর্কট

কর্মক্ষেত্রে পদোন্নতির আভাস পেতে পারেন। ব্যাবসায়িক কিছু বকেয়া বিল আদায়ে চেষ্টা সফল হতে পারে। বাড়তি আয়ের সুযোগ আসবে। প্রিয়জনের মন রক্ষা করে চলুন। মনের স্থিরতা বজায় রাখুন।

শুভ রং: বাদামী শুভ সংখ্যা: ৩০ শুভ সময়: দুপুর ১টা থেকে সন্ধ্যা ৭টা

সিংহ

 অনেক দিন পর আজ আপনার খুব ভাল সময় কাটবে। কাজের চাপ কম হওয়ার সম্ভাবনা রয়েছে। সন্তানদের পড়ালেখা সংক্রান্ত দুশ্চিন্তা দূর হবে। তাঁদের লেখাপড়ায় আপনার কিছু অর্থ ব্যয় হতে পারে।

শুভ রং: গোলাপী শুভ সংখ্যা: ২৪ শুভ সময়: সকাল ৪টা ২০ থেকে দুপুর ৩টা

কন্যা

আপনার পরিকল্পনা বাধাগ্রস্ত হতে পারে। প্রিয়জনের সমস্যায় চিন্তিত থাকতে পারেন। ভুল-বোঝাবুঝি সম্পর্কে সতর্ক থাকতে হবে। আপনার চারপাশে কী ঘটছে তার প্রতি নজর রাখুন। শরীর ভালো রাখুন।

শুভ রং: হলুদ শুভ সংখ্যা: ৯ শুভ সময়: দুপুর ২টা থেকে রাত ৮টা

তুলা

বিদেশসংক্রান্ত কোনো কাজে অগ্রগতি হবে। কাজের সুযোগ আসবে। দীর্ঘমেয়াদি পরিকল্পনা এগিয়ে যাবে। নিয়মিত কাজে বাধা এলে বিকল্প কোনো ব্যবস্থা নিতে হবে। ব্যবসায় ভেবেচিন্তে পদক্ষেপ নিন।

শুভ রং: লাল শুভ সংখ্যা: ২০ শুভ সময়: সকাল ১০টা ৫০ থেকে বিকেল ৪টা ২০

বৃশ্চিক

কাজে কিছুটা বাধা আসবে। পাওনা অর্থ আদায়ে বিলম্ব হবে। অবসাদের ফলে অনেক কাজ অসম্পূর্ণ থেকে যাবে। নিজের মধ্যে উৎসাহ আনুন। ঝুঁকিপূর্ণ কাজ থেকে বিরত থাকুন। নতুন সুযোগকে কাজে লাগান। হাল ছাড়বেন না।

শুভ রং: গাঢ় হলুদ শুভ সংখ্যা: ১৮ শুভ সময়: সকাল ৭টা থেকে সন্ধ্যা ৭টা

ধনু

অপ্রত্যাশিত প্রাপ্তির সম্ভাবনা আছে। কাজকর্মে প্রসার লাভ হবে। আয় বাড়বে। আর্থিক বিনিয়োগ শুভ। ভবিষ্যৎ পরিকল্পনায় অন্যের সহযোগিতা পাবেন। দূরদৃষ্টির সঙ্গে অর্থের সদ্ব্যবহার করুন। ভালো থাকুন।

শুভ রং: আকাশী নীল শুভ সংখ্যা: ৪৪ শুভ সময়: সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা

মকর

গৃহ, আবাসন, ভূমিসংক্রান্ত বিষয়ে ভালো ফল পাবেন। প্রত্যাশিত কাজে কিছু অগ্রগতির আশা করা যায়। দক্ষ ব্যবস্থাপনার প্রয়োজন, সঠিক প্রচেষ্টায় পরিবর্তন সম্ভব। কাজের গতি বাড়াতে হবে। ধৈর্য ধরে কাজে মনোযোগ দিন।

শুভ রং: কমলা শুভ সংখ্যা: ৩৬ শুভ সময়: বিকেল ৪টা থেকে রাত ৮টা

কুম্ভ

সামাজিক যোগাযোগ বাড়বে। সঠিক প্রচেষ্টায় কাজের অগ্রগতি হবে। পুরনো সমস্যা কটিয়ে উঠতে পারবেন। অতীত অভিজ্ঞতা কাজে লাগবে। উপার্জনের ক্ষেত্রে ধারাবাহিকতা থাকবে। দীর্ঘদিনের পরে থাকা কাজ উদ্ধার হতে পারে।

শুভ রং: গোলাপী শুভ সংখ্যা: ১৬ শুভ সময়: ভোর ৪টা ২৫ থেকে দুপুর ২টা

মীন

আর্থিকভাবে লাভবান হওয়ার সুযোগ আসবে। ব্যবসায় অগ্রগতির যোগ আছে। বিনিয়োগে লাভবান হবেন। নতুন সম্ভাবনা ও সুযোগকে কাজে লাগাতে হবে। কাছের মানুষের সহযোগিতা পাবেন। সবাইকে নিয়ে আনন্দে থাকুন।

শুভ রং: সবুজ শুভ সংখ্যা: ১৪ শুভ সময়: বিকেল ৫টা থেকে রাত ৯টা

   _______________________________________________________________________

সুখ শান্তির ঘরোয়া টোটকা

(১) সংসারে অশান্তি হ্রাসের টোটকা

শোবার ঘরে বিছানায় যেদিকে মাথা করে শোয়া হয়, সেই দিকে একটি কুনকের মধ্যে একটি রূপোর টুকরো বা রূপোর কয়েন , অল্প আতপ চাল, একটি কড়ি ও ছোট শাঁখ রেখে কুনকাটিকে ধান ও সিঁদুর দ্বারা ভরতি করে মুখ বন্ধ করে রেখে দেবেন। এতে আপনার মানসিক চঞ্চলতা ও অশান্তি হ্রাস হবে।

(২) পড়াশোনায় অমনোযোগিতা হ্রাসের টোটকা

প্রতি সোম ও শুক্রবার নিরামিষ আহার করবেন, শাক-সবজি বেশি আহার করবেন এবং শুদ্ধাচারে দেবী সরস্বতীর মন্ত্র ১০৮ বার জপ করবেন ।

মন্ত্র ঃ ‘‘ওঁ ঐঁ হ্রীং দেবী সরস্বতী মাতায় নমঃ।’’

 _________________________________________________________

শাস্ত্রীজীর মুখ নিঃসৃত স্বাস্থ্য বিষয়ক টোটকা

অকালে যার যৌবন যাচ্ছে চলে।

পাবে ফিরে গাওয়া ঘিয়ে ভেজে রসুন বাটা খেলে।।

 _________________________________________________________

  

 

 

 

 

 

 

 

 

  

Loading