জেনে নিন আপনার আজকের (২৮ সেপ্টেম্বর, বৃহস্পতিবার, ২০২৩) রাশিফল সঙ্গে টোটকা

বহু সম্মান ও পুরষ্কারে ভূষিত, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সাপ্তাহিক রাশিফল বিচারের লেখক

আচার্য্য পি.শাস্ত্রী

(স্বর্ণপদক প্রাপ্ত)

9836738810 / 8697296783

মেষ

ব্যক্তিগত কাজে সক্রিয় থাকতে পারেন। কোনো হিতাকাঙ্ক্ষী আপনার অর্থনৈতিক দিক শক্তিশালী করার জন্য গুরুত্বপূর্ণ পরামর্শ দিতে পারে। বিরোধীদের ব্যাপারে সচেতন থাকবেন। ব্যয় নিয়ন্ত্রণ করুন।

শুভ রং: সবুজ    শুভ সংখ্যা: ১৪    শুভ সময়: দুপুর ১টা থেকে বিকেল ৫টা

 বৃষ

নিজের মনের ইচ্ছাপূরণের সুযোগ পাবেন। অর্থ লাভের জন্য সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন। আপনার প্রচেষ্টা সফল হবে। প্রিয় মানুষকে কাছে পেতে পারেন। বিনোদনমূলক কাজে আনন্দ পাবেন। রোমান্স শুভ।

শুভ রং: পীচ    শুভ সংখ্যা: ৩০    শুভ সময়: সকাল ৫টা ১৫ থেকে সকাল ৮টা ৫০

মিথুন

কোনো সুসংবাদ পেতে পারেন। নতুন পরিকল্পনায় অগ্রগতি হবে। কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি পাবে। ব্যবসায়ীদের ব্যবসায় জটিলতা দূর হবে। বুদ্ধিমত্তার সঙ্গে সময় ও সুযোগের সুষ্ঠু ব্যবহার করুন।

শুভ রং: কমলা   শুভ সংখ্যা: ১১   শুভ সময়: দুপুর ৩টা থেকে রাত ৮টা

 কর্কট

কোনো যোগাযোগে সুফল পাবেন। দৈনন্দিন কাজকর্মে সাফল্য ও সুনাম বজায় থাকবে। বিদেশসংক্রান্ত কোনো কাজে অগ্রসর হতে পারেন। প্রত্যাশা পূরণে বাধা দূর হবে। প্রিয়জনকে নিয়ে আনন্দে থাকুন।

শুভ রং: বাদামী শুভ সংখ্যা: শুভ সময়: সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা

 সিংহ

প্রতিকূল অবস্থার মধ্যেও ভালো কিছু হতে পারে। বিচ্ছিন্ন কোনো ঘটনায় বিব্রত হতে পারেন। নিকটজনের অসুস্থতায় কিছুটা উদ্বেগ থাকতে পারে। কোনো রকম হতাশা বা ডিপ্রেশনকে পাত্তা দেবেন না।

শুভ রং: ধূসর শুভ সংখ্যা: ৩৭ শুভ সময়: সকাল ৬টা ৩০ থেকে ৮টা ৩৫

 কন্যা

কাজে কিছুটা স্থবিরতা থাকতে পারে। কোনো জরুরি সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজন হতে পারে। বাড়িতে অতিথি আসার সম্ভাবনা। প্রেম-প্রণয়ে বিতর্ক এড়িয়ে চলুন। বিদেশ ভ্রমণের পরিকল্পনায় সিদ্ধান্তহীনতায় ভুগবেন না।

শুভ রং: ক্রিম শুভ সংখ্যা: শুভ সময়: দুপুর ১টা ৩০ থেকে বিকেল ৪টা

 তুলা

কর্মস্থলে কাজের চাপ বাড়তে পারে। আপনার নির্ভীক মতামত অন্যের কাছে গ্রহণযোগ্য না-ও হতে পারে। অপ্রয়োজনীয় ভাবনায় সময় নষ্ট করবেন না। অমীমাংসিত কাজ সম্পন্ন করুন। শরীর ভালো রাখুন।

শুভ রং: মেরুন শুভ সংখ্যা: ১৫ শুভ সময়: বেলা ১১টা থেকে দুপুর ৩টা

 বৃশ্চিক

অপ্রত্যাশিত কিছু পাওয়ার সম্ভাবনা। প্রেম-প্রণয়ের জন্য ভালো দিন। কেনাকাটায় কিছু অর্থ ব্যয় হতে পারে। ভালো কাজের জন্য উন্নতির সম্ভাবনা। ব্যবসায়ে শুভ কিছু ঘটার সম্ভাবনা রয়েছে। প্রিয়জনের কাছে থাকুন।

শুভ রং: বেগুনি শুভ সংখ্যা: ১৮ শুভ সময়: বিকেল ৫টা ২০ থেকে রাত ৮টা ২৫

 ধনু

পারিবারিক বিষয়ে ব্যস্ততা বাড়বে। সার্বিকভাবে কিছু ইতিবাচক পরিবর্তনের আভাস পেতে পারেন। ভালো ব্যবহার দ্বারা অন্যকে প্রভাবিত করতে পারবেন। বাইরের বিবাদ বাড়িতে আসতে দেবেন না।

শুভ রং: গোলাপী শুভ সংখ্যা: ২০ শুভ সময়: দুপুর ৩টা ৩০ থেকে সন্ধ্যা ৭টা

 মকর

কোনো সুখবর পেতে পারেন। আর্থিক ব্যাপারে ভালো যোগাযোগ আসতে পারে। মানসিকভাবে ভালো বোধ করবেন। কোনো উদ্যোগ সফল হতে পারে। ভবিষ্যতের জন্য একটি সৃজনশীল পরিকল্পনা করুন।

শুভ রং: সবুজ শুভ সংখ্যা: শুভ সময়: সকাল ১১টা ১০ থেকে বিকেল ৪টা ১০

 কুম্ভ

আর্থিকভাবে লাভবান হওয়ার সুযোগ আসবে। সামাজিক সম্মান বৃদ্ধি পাবে। প্রিয়জনের কাছ থেকে ভালো আচরণ আশা করতে পারেন। আটকে থাকা কাজ শেষ হতে পারে। দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়ে এগিয়ে যান।

শুভ রং: সাদা শুভ সংখ্যা: ১২ শুভ সময়: বিকেল ৫টা ৩০ থেকে রাত ৯টা ১৫

 মীন

আপনার ভাবনা অন্যদের কাছে গ্রহণযোগ্য হবে। চারদিকে শুভ যোগাযোগ থাকবে। গুরুত্বপূর্ণ কাজ সহজেই হয়ে যাবে। কর্মদক্ষতা বৃদ্ধি পাবে। আলোচনা ও কথাবার্তায় যৌক্তিকতা বজায় রাখুন।

শুভ রং: আকাশী নীল শুভ সংখ্যা: ৫ শুভ সময়: ভোর ৪টা থেকে সকাল ৮টা

 _______________________________________________________________________

সুখ শান্তির ঘরোয়া টোটকা

কারবারে কু-নজর খন্ডন করার টোটকা

এক টুকরো ফিট্‌কিরি ও এক টুকরো কয়লা কালো কাপড়ে মুড়ে দোকানে বা ব্যবসাস্থলে ঝুলিয়ে রাখবেন। ঠাকুর স্থানে বা ক্যাশ বাক্সে ধনদা লক্ষ্মী যন্ত্রম রাখতে হবে। আর সেই সঙ্গে নিত্য আরতি করতে হবে।

শীঘ্র বাসস্থান ক্রয়ের উপায় বা টোটকা

একুশ দিন পর্যন্ত একটানা যেকোনো গো-মাতা বা গরুকে আখের গুড় সহ টাট্‌কা রুটি খাওয়াবে। কো.া দুঃখীকে রুটি আর লাড্ডু দেবেন।

বিদ্যালাভের উপায় বা টোটকা

যে বিষয়টি সহজে মুখস্থ হচ্ছে না, সেই বইয়ের যে পৃষ্ঠাতে বিষয়টি লপিবদ্ধ আছে, সেই পৃষ্ঠায় একটি নীল তারা মায়ের ছবি রেখে বইটি একদিন বন্ধ করে মা সরস্বতীর ছবি বা মূির্তর সামনে রাখতে হবে। এরপর পড়তে বসে নীল তারা মায়ে ধ্যান করে ১৩ বার ওই বিষয়টি পড়তে হবে।

 _________________________________________________________

শাস্ত্রীজীর মুখ নিঃসৃত স্বাস্থ্য বিষয়ক টোটকা

।। ইন্দ্রিয় দৌর্বল্যে যাদের শুক্র গেছে ক্ষয়।

বহেড়া সেবনে সে বলবান হয়।।

 _________________________________________________________

  

 

 

 

 

 

 

 

 

  

Loading