জেনে নিন আপনার আজকের (২১ সেপ্টেম্বর, বৃহস্পতিবার, ২০২৩) রাশিফল সঙ্গে টোটকা
বহু সম্মান ও পুরষ্কারে ভূষিত, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সাপ্তাহিক রাশিফল বিচারের লেখক
আচার্য্য পি.শাস্ত্রী
(স্বর্ণপদক প্রাপ্ত)
9836738810 / 8697296783
মেষ
কল্যাণমূলক কাজের ভাবনায় উৎসাহী হবেন। ভাগ্যোন্নতির উপায় খুঁজে পেতে পারেন। আর্থিক অবস্থা ভালো যাবে। তবে পুরনো পাওনা আদায়ে বিলম্ব হবে। আপনার যেকোনো পরিকল্পনা পুনর্বিবেচনা প্রয়োজন।
শুভ রং: বাদামী শুভ সংখ্যা: ১২ শুভ সময়: সন্ধ্যা ৬টা ২০ থেকে রাত ৮টা ২০
বৃষ
পেশাগত কাজে সাফল্য পাবেন। ব্যবসাক্ষেত্রে সমস্যা মিটবে। কাজকর্মে পরিশ্রম বাড়তে পারে।গুরুত্বপূর্ণ বিষয়ে ধৈর্যের পরিচয় দিতে হবে। অর্থের অপচয় করার প্রবণতা ত্যাগ করতে হবে। ইতিবাচক মনোভাব নিয়ে কাজ করুন।
শুভ রং: ক্রিম শুভ সংখ্যা: ৫ শুভ সময়: সকাল ৪টা ৫৫ থেকে সকাল ৯টা ৩০
মিথুন
কর্মক্ষেত্রে সুনাম বজায় থাকবে। সব ধরনের অংশীদারি কাজকর্ম এখন সহজ হবে।ব্যবসায়ীদের আশানুরূপ লাভ না হলেও কোনো সমস্যার সমাধান হবে। উত্ফুল্ল থাকুন। একা কোনো কাজ করবেন না।
শুভ রং: নীল শুভ সংখ্যা: ২১ শুভ সময়: বিকেল ৪টে ৩০ থেকে রাত ৮টা ৪৫
কর্কট
কর্মপ্রার্থীদের আকস্মিক কিছু পরিবর্তন ঘটবে। অন্যের সন্তুষ্টির জন্য সাধ্যের বাইরে কিছু করতে পারেন। সাফল্য নির্ভর করবে আপনার দূরদর্শিতার ওপর। প্রচেষ্টা অব্যাহত রাখুন। শরীরের যত্ন নিন।
শুভ রং: গোলাপী শুভ সংখ্যা: ৩৫ শুভ সময়: সকাল ৯টা থেকে রাত ৮টা ৪৫
সিংহ
নতুন পরিকল্পনার অগ্রগতি হবে। কর্মক্ষেত্রে সম্মান বৃদ্ধি পাবে। আর্থিক অবস্থার উন্নতির সম্ভাবনা। প্রিয় মানুষের সঙ্গে আলোচনায় প্রশান্তি অনুভব করবেন। স্ববিরোধী কাজ থেকে দূরে থাকুন, সুস্থ থাকুন।
শুভ রং: সাদা শুভ সংখ্যা: ১০ শুভ সময়: বিকেল ৪টা থেকে রাত ৯টা ১৫
কন্যা
কোনো স্থাবর সম্পত্তির আলোচনায় অগ্রগতি হবে। ভবিষ্যৎ ভাবনা বৃদ্ধি পাবে। আগের কোনো কাজের সুফল এখন পাবেন। ব্যবসায় বাড়তি আয়ের সুযোগ আসবে। কৌশলী হলে লক্ষ্যে পৌঁছাতে পারবেন।
শুভ রং: সবুজ শুভ সংখ্যা: ৭ শুভ সময়: সন্ধ্যা ৭টা থেকে রাত ৯টা ২৫
তুলা
কোনো যোগাযোগে লাভবান হতে পারেন। পুরনো সমস্যার জট খুলবে। সঠিক পরিশ্রমের ভালো ফল হবে। আর্থিক চাপ কমবে। গুরুত্বপূর্ণ কাজ ফেলে রাখবেন না। কাজের ধারাবাহিকতা বজায় রাখুন।
শুভ রং: গাঢ় নীল শুভ সংখ্যা: ৩৮ শুভ সময়: সকাল ১০টা থেকে বিকেল ৪টা
বৃশ্চিক
কোনো কাজে আর্থিক সুবিধা পেতে পারেন। বাড়িতে ভালো কিছু ঘটতে পারে। ভালো ব্যবহার দিয়ে অন্যকে প্রভাবিত করতে পারবেন। নিজের ভালো লাগার জন্য কাজ করুন। সবার কল্যাণ হয়, এমন কিছু করুন। ভালো থাকুন।
শুভ রং: জাফরান শুভ সংখ্যা: ৬ শুভ সময়: ভোর ৪টে থেকে দুপুর ৩টে
ধনু
দিনের শুরুতে ভালো খবর পেতে পারেন। মানসিক শক্তি বাড়বে। অনিচ্ছা সত্ত্বেও কোনো অনুরোধ রক্ষা করতে হতে পারে। বিরূপ পারিপার্শ্বিকতায় বিষণ্ন থাকতে পারেন। ধর্মীয় কাজে শান্তি পাবেন।
শুভ রং: আকাশী নীল শুভ সংখ্যা: ২৭ শুভ সময়: দুপুর ৩টে ৩০ থেকে রাত ৮টা
মকর
কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের অগ্রগতি হবে। অপ্রয়োজনীয় ব্যয় বাড়বে। ব্যবসায় পুরনো জট খুলবে। নিজ বুদ্ধিবলে কঠিন সমস্যার সমাধান করতে পারবেন। সঞ্চয়প্রচেষ্টায় অগ্রগতি হবে। দিন ভালো কাটবে।
শুভ রং: বেগুনি শুভ সংখ্যা: ৯ শুভ সময়: দুপুর ১টা থেকে বিকেল ৫টা
কুম্ভ
কাজে জটিলতা দূর হবে। আশা পূরণের সুযোগ আসবে। বন্ধুর পরামর্শ কাজে লাগবে। পাওনা অর্থ আদায়ে অগ্রগতি হবে। অর্থাগমের নতুন পথ পেতে পারেন। বিনোদনমূলক কাজে আনন্দ পাবেন।
শুভ রং: কমলা শুভ সংখ্যা: ১২ শুভ সময়: সকাল ৯টা ৩০ থেকে দুপুর ২টা ৫৫
মীন
সামাজিক কর্মকাণ্ডে অনুকূল অবস্থা থাকবে। উন্নতির ক্ষেত্রে অন্যের সহায়তা পাবেন। ব্যবসা বা পেশায় আর্থিক উন্নতির যোগ। বিতর্ক থেকে নিজেকে সংযত রাখুন। প্রতিশ্রুতি রক্ষায় মনোযোগ দিন।
শুভ রং: মেরুন শুভ সংখ্যা: ১৯ শুভ সময়: ভোর ৪টা ২০ থেকে বেলা ১১টা
_______________________________________________________________________
সুখ শান্তির ঘরোয়া টোটকা
বিদ্যায় বাধা দূর করার টোটকা
বিদ্যার্জনের ক্ষেত্রে যে সকল ছাত্রছাত্রীরা বাধাপ্রাপ্ত হচ্ছে, তারা প্রতিদিন সকালে ঘুম থেকে ওঠার সময় বাঁ পা আগে মাটিতে ফেলবে। এছাড়া অতি অবশ্যই রাশচক্রের পুঙ্খানুপুঙ্খ সঠিক মূল্যায়ন প্রয়োজন। বাঁ ও ডান উভয় হাতেরই কনিষ্ঠা আঙুলের নখ বড় রাখবে না। পড়তে বসার আগে অবশ্যই বই বা মা সরস্বতীর ধ্যান করে প্রণাম করবে। প্রতিদিন সূর্য প্রণাম বাঞ্ছনীয়। পড়তে বসে প্রথমে নীল তারা মায়ের ধ্যান করবে। পড়ার ঘরে নীল তারা মায়ের ছবি রাখবে।
_________________________________________________________
শাস্ত্রীজীর মুখ নিঃসৃত স্বাস্থ্য বিষয়ক টোটকা
।। স্বপ্ন দোষে যদি কারো শরীর নষ্ট হলে।
অশ্বত্থ পত্র মুকুল খাও বৈদ্যর কথা মেনে।।
_________________________________________________________


