জেনে নিন আপনার আজকের (১৯ সেপ্টেম্বর, মঙ্গলবার, ২০২৩) রাশিফল সঙ্গে টোটকা

বহু সম্মান ও পুরষ্কারে ভূষিত, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সাপ্তাহিক রাশিফল বিচারের লেখক

আচার্য্য পি.শাস্ত্রী

(স্বর্ণপদক প্রাপ্ত)

9836738810 / 8697296783

মেষ

আর্থিক যোগাযোগ বাড়বে। সংকল্পের দৃঢ়তা অগ্রগতির পথে সহায়ক হবে। কল্যাণমূলক কাজে আনন্দ পাবেন। প্রিয়জনের অসুস্থতায় উদ্বেগ থাকবে। পরিশ্রমের ফল ভালো হবে। স্বাস্থ্যবিধি মেনে চলুন।

শুভ রং: নীল শুভ সংখ্যা: ১২ শুভ সময়: ভোর ৪টা থেকে সকাল ৯টা ২৫

বৃষ

অবিবাহিতদের বিয়ের আলোচনায় অগ্রগতি হবে। যৌথ কাজে সাফল্য পেতে পারেন। ব্যবসার জন্য বাড়তি অর্থের প্রয়োজন হতে পারে। কোনো বন্ধু বা আত্মীয় সহযোগিতা করতে পারে। বিনোদন ও রোমান্স শুভ।

শুভ রং: হলুদ শুভ সংখ্যা: শুভ সময়: দুপুর ৩টা ৩০ থেকে রাত ৯টা ১৫

মিথুন

নতুন কাজের যোগাযোগ আসবে। সব কিছু মনমতো না-ও হতে পারে। সন্তানের ভবিষ্যৎ নিয়ে চিন্তা থাকবে। আর্থিক চাপ থাকবে। কোনো সুযোগ হাতছাড়া হতে পারে। বুদ্ধিবলে অবস্থার পরিবর্তন আনুন।

শুভ রং: সাদা শুভ সংখ্যা: ১১ শুভ সময়: সকাল ৫টা ২৫ থেকে সকাল ১০টা ০৫

কর্কট

দিনটি আনন্দের মধ্যে কাটবে। কাজ দ্বারা অন্যকে খুশি করতে পারবেন। পুরনো সম্পর্ক নবায়ন হতে পারে। বন্ধুর পরামর্শ কাজে লাগতে পারে। পরিবেশ নিয়ন্ত্রণে রাখুন। কারো জিনিসের দায়িত্ব নেবেন না।

শুভ রং: বেগুনি শুভ সংখ্যা: ২৪ শুভ সময়: বিকেল ৪টা ১৫ থেকে সন্ধ্যা ৭টা ১৫

 সিংহ

আপনার কোনো সিদ্ধান্ত পরিবারের কাছে গ্রহণযোগ্য হতে পারে। ইতিবাচক কোনো পরিবর্তনের সুযোগ পেতে পারেন। ব্যবসায় বাড়তি বিনিয়োগ করবেন না। সময়ের সঠিক ব্যবহারে সুফল পাবেন।

শুভ রং: ক্রিম শুভ সংখ্যা: ১০ শুভ সময়: সকাল ৮টা থেকে বেলা ১১টা

  কন্যা

আর্থিক যোগাযোগ ফলপ্রসূ হবে। কোনো উদ্যোগ নিজের ও অন্যের কল্যাণ বয়ে আনবে। ব্যবসায় উন্নতির যোগ আছে। কাজে বাধা এলেও দীর্ঘস্থায়ী হবে না। ভুল সিদ্ধান্ত থেকে সতর্ক থাকবেন।

শুভ রং: লাল শুভ সংখ্যা: ২৬ শুভ সময়: বিকেল ৪টা ৩০ থেকে রাত ৮টা

 তুলা

কোনো লাভজনক পরিবর্তন আসতে পারে। অর্থপ্রাপ্তির সম্ভাবনা। দৈনন্দিন কাজকর্মে সাফল্য ও সুনাম আসবে। বিনিয়োগ লাভদায়ক হবে। পারিপার্শ্বিক অবস্থানুসারে নতুন উদ্যোগ নিতে পারেন। ফলাফল ভালো হবে।

শুভ রং: সাদা শুভ সংখ্যা: শুভ সময়: সকাল ৬টা ৫০ থেকে ১১টা

   বৃশ্চিক

কর্মক্ষেত্রে সম্মান বৃদ্ধি পাবে। অবসাদ দূর হবে। দায়িত্ব পালনে দৃঢ়তার পরিচয় দিতে পারবেন। কল্যাণমূলক কাজের ভাবনায় উৎসাহিত হবেন। মানসিক স্থিরতা নষ্ট করবেন না। কাজের ধারাবাহিকতা বজায় রাখুন।

শুভ রং: সবুজ শুভ সংখ্যা: ১২ শুভ সময়: দুপুর ২টা থেকে বিকেল ৫টা

 ধনু

পরিবেশ অনুকূলে থাকবে। মানসিক অস্থিরতার কারণে কাজে বিঘ্ন ঘটতে পারে। উত্তেজনাবশত কোনো সিদ্ধান্ত নেওয়া ঠিক হবে না। কেনাকাটায় অর্থ ব্যয় হতে পারে। পূর্বপরিকল্পনাগুলোকে নতুন করে দেখুন।

শুভ রং: কমলা শুভ সংখ্যা: ১৮ শুভ সময়: দুপুর ৩টা ৩০ থেকে সন্ধ্যা ৭টা

মকর

কাজকর্মে ভাগ্যের আনুকূল্য পাবেন। কোনো বন্ধু সহযোগিতার হাত বাড়াতে পারে। পরিকল্পনা বাস্তবায়নের পথ পাবেন। আয়ের নতুন কোনো পথ পেতে পারেন। ব্যবসার ক্ষেত্রে অর্থের জোগান ভালো হবে।

শুভ রং: আকাশী নীল শুভ সংখ্যা: ১৬ শুভ সময়: সকাল ৮টা ২০ থেকে ১০টা ২০

 কুম্ভ

কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের অগ্রগতি হবে। সামাজিক কাজে অন্যের সমর্থন পাবেন। নিজের বুদ্ধি ও পরিশ্রম দ্বারা সফলতাকে ধরে রাখুন। ব্যবসায়ীদের অর্থভাগ্যের কিছুটা পরিবর্তন হবে। পাওনা অর্থ আদায়ে অগ্রগতি হবে।

শুভ রং: হলুদ  শুভ সংখ্যা: ১৯ শুভ সময়: বিকেল ৫টা ১৫ থেকে রাত ৮টা ১৫

 মীন

কাজে উন্নতির যোগ আছে। প্রত্যাশিত কাজে অগ্রগতি হবে। ব্যবসায় ভালো কাজের সুযোগ আসবে। দিনের শেষে ভালো কিছু পেতে পারেন। সঠিক প্রচেষ্টায় পরিবর্তন সম্ভব। নিজের ওপর আস্থা রাখুন।

শুভ রং: বাদামী  শুভ সংখ্যা: শুভ সময়: দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা

 _______________________________________________________________________

সুখ শান্তির ঘরোয়া টোটকা

অবাধ্য সন্তানকে বশে রাখার টোটকা

যোকনো শনিবারে সন্ধ্যার পর সাতটি শুকনো লঙ্কা, ছোট একটুকরো ফিটকিরি , কিছু কালো সরিষা, পাঁচটি মুদ্রা বা কয়েন একত্রে ধরে সন্তানের মাথার ওপর তিনবার ঘুরিয়ে কাগজে মুড়িয়ে চার রাস্তার মোণে ফেলে আসতে হবে। তা হলে অদাধ্য সন্তান বসে আসবে।

 _________________________________________________________

শাস্ত্রীজীর মুখ নিঃসৃত স্বাস্থ্য বিষয়ক টোটকা

পিত্তের জ্বালায় যার গা-হাত পা জ্বলে।

পানিফল বাঁটা মেখে স্নান কর বৈদ্য গ্রন্থে বলে।।

 _________________________________________________________

  

 

 

 

 

 

 

 

 

  

Loading