আজকের (৩০ নভেম্বর, ২০২১) রাশিফল সঙ্গে অব্যর্থ টোটকা
বিশ্ববাংলা সেরা সম্মান ২০১৮, মাদার টেরেজা স্মারক সম্মান ২০১৮,
বঙ্গরত্ন গৌরব সম্মান ২০১৮ দ্বারা অলংকৃত
আচার্য্য শিবু শাস্ত্রী
আচার্য্য, শাস্ত্রী, প্রাক শাস্ত্রী, রাষ্ট্রীয় সংস্কৃত সংস্থানম
(ভারত সরকারের মানবসম্পদ উন্নয়ন মন্ত্রক দ্বারা পরিচালিত)
জ্যোতিষ ভারতী, জ্যোতিষ শাস্ত্রী, জ্যোতিষ আচার্য, তান্ত্রিকাচার্য্য,
জ্যোতিষ এশিয়াশ্রী উপাধি প্রাপ্ত (স্বর্ণপদক প্রাপ্ত)
যোগাযোগ – ৯৮৩০২৯২১৭৪
Email : acharyashibusastri@gmail.com
গৃহে শান্তির টোটকা
গৃহে শান্তি বজায় রাখার জন্য একটি জলশঙ্খে প্রভাতে জল দেবেন। প্রতিদিন তাতে কর্পূর বা অর্ঘ্য দেবেন। সারাদিন রাখার পর সেই জল সন্ধ্যায় বাড়ির চারপাশে ছড়াবেন। পাত্রে আবার নতুন জল দিতে হবে।
যাত্রা সিদ্ধির টোটকা
শুভ কাজে যখন যাত্রা করবেন , তখন দেবী দুর্গার স্বরূপ বা ছবি দর্শন করবেন তার সঙ্গে ২৮ বার ইষ্ট মন্ত্র জপ করবেন। বাড়ির প্রধান গেট থেকে বেরোবার সময় বাম পা আগে বাড়ির বাইরে ফেলবেন এবং পিছনের দিকে তাকাবেন না।
রোগ মুক্তির টোটকা
বারুইপুরের পেয়ারা মিষ্ট বাংলাবাসী কয়।
অগ্নিমান্দ্যে ভস্মক ও অরুচি সেরে যায়।।
বিশিষ্ট শিক্ষকমন্ডলী দ্বারা হাতে কলমে জ্যোতিষ শিখতে চান?শিক্ষান্তে ডিগ্রি প্রদান করা হয়। আজই যোগাযোগ করুন
আচার্য্য শিবু শাস্ত্রী
9830292174 / 6291252790