আজকের (২৯ নভেম্বর, ২০২১) রাশিফল সঙ্গে অব্যর্থ টোটকা
বিশ্ববাংলা সেরা সম্মান ২০১৮, মাদার টেরেজা স্মারক সম্মান ২০১৮,
বঙ্গরত্ন গৌরব সম্মান ২০১৮ দ্বারা অলংকৃত
আচার্য্য শিবু শাস্ত্রী
আচার্য্য, শাস্ত্রী, প্রাক শাস্ত্রী, রাষ্ট্রীয় সংস্কৃত সংস্থানম
(ভারত সরকারের মানবসম্পদ উন্নয়ন মন্ত্রক দ্বারা পরিচালিত)
জ্যোতিষ ভারতী, জ্যোতিষ শাস্ত্রী, জ্যোতিষ আচার্য, তান্ত্রিকাচার্য্য,
জ্যোতিষ এশিয়াশ্রী উপাধি প্রাপ্ত (স্বর্ণপদক প্রাপ্ত)
যোগাযোগ – ৯৮৩০২৯২১৭৪
Email : acharyashibusastri@gmail.com
স্বামী ও স্ত্রীর মধ্যে সম্পর্ক ভালো রাখার টোটকা
স্বামী ও স্ত্রীর মধ্যে সম্পর্ক যাতে ভালো থাকে সেক্ষেত্রে একটা প্রয়োগের কথা উল্লেখ করছি। সেটি হল প্রত্যেক স্ত্রী প্রতিদিন স্নান করে পরিষ্কার কাপড় পরে ভেষজ সিঁদুর পরবেন এবং দূর্গা মন্দিরে গিয়ে পূজো দেবেন এবং মন্দির থেকে সিঁদুর এনে ঘরে রেখে দেবেন এবং প্রতিদিন মাথায় এবং কপালে পরবেন এবং প্রণাম করে নিজের মনের কথা বলে প্রার্থনা করবেন। এই প্রক্রিয়াটি প্রতিদিন করতে পারলে স্বামী ও স্ত্রীর মধ্যে অটুট সম্পর্ক বজায় থাকবে।
রোগ মুক্তির টোটকা
শিশু বলে ব্যঙের ছাতা সবাই বলে ছত্রাক
ব্যবহার কর ইহা সম্ভোগ শক্তির স্বল্পতায়।।
বিশিষ্ট শিক্ষকমন্ডলী দ্বারা হাতে কলমে জ্যোতিষ শিখতে চান?শিক্ষান্তে ডিগ্রি প্রদান করা হয়। আজই যোগাযোগ করুন
আচার্য্য শিবু শাস্ত্রী
9830292174 / 6291252790