আজকের ( ২৭ মার্চ, সোমবার,২০২৩ ) ভাগ্যফল

বহু সম্মান ও পুরষ্কারে ভূষিত, সাপ্তাহিক রাশিফল বিচরের লেখক

শ্রীদৈবাচার্য্য

8017413229 / 9331201248 / 7439649627

মেষ

কোনো শুভ কাজে অংশগ্রহণ করতে পারেন। কোনো কাজে আর্থিকভাবে লাভবান হতে পারেন। কাজে দায়িত্ব বাড়বে। নতুন পরিকল্পনার অগ্রগতি হবে। ব্যবসায় পুরনো জট খুলবে। লেনদেনে আবেগ পরিহার করুন।

 বৃষ

আজ আত্মবিশ্বাসের সঙ্গে কাজ করতে পারবেন। কোনো গুণের জন্য অন্যের কাছে সমাদৃত হতে পারবেন। আগের তুলনায় মানসিক চাপ কমবে। নতুন সম্ভাবনা ও সুযোগকে কাজে লাগিয়ে লাভবান হতে পারেন।

 মিথুন

ভবিষ্যৎ পরিকল্পনায় অন্যের সহযোগিতা পাবেন। কিছুটা মানসিক চাপ থাকতে পারে। দক্ষ ব্যবস্থাপনার অভাবে কাজে স্থবিরতা দেখা দিতে পারে। স্থির বুদ্ধির দ্বারা সময়ের মোকাবেলা করুন। সুস্থ থাকুন।

 কর্কট

কোনো খবর উৎসাহিত করবে। অর্থাগমের নতুন পথ পেতে পারেন। ব্যাবসায়িক জটিলতা কাটিয়ে উঠতে পারবেন। ভেঙে যাওয়া সম্পর্ক জোড়া লাগতে পারে। ইতিবাচক মনোভাব নিয়ে প্রচেষ্টা অব্যাহত রাখুন।

 সিংহ

বিশেষ প্রচেষ্টায় সাফল্যের যোগ। কোনো লাভজনক কাজের সুযোগ আসতে পারে। কর্মস্থলে জটিলতা দূর হবে। বাড়তি উপার্জন হতে পারে। কর্মরতদের পরিবেশ পক্ষে থাকবে। পরিশ্রম করলে সৌভাগ্য বৃদ্ধি পাবে।

 কন্যা

শিক্ষার্থীদের পড়াশোনায় অগ্রগতি হবে। যোগাযোগ বৃদ্ধি পাবে। ব্যবসায় পরিবর্তন আসতে পারে। কাজকর্মে প্রসার লাভ হবে। নতুন কোনো বিষয় আলোচনায় আসতে পারে। জীবন সম্পর্কে আশাবাদ অব্যাহত রাখুন।

 তুলা

শুভ কোনো পরিবর্তন হতে পারে। কঠিন কোনো কাজ অনেক সহজ মনে হবে। প্রিয়জনের সমস্যায় পাশে থাকতে পারবেন। সময়োপযোগী সিদ্ধান্ত আপনাকে সাফল্যের পথে নিয়ে যাবে। উপযুক্ত কাজ করার জন্য শক্তি সঞ্চয় করুন।

 বৃশ্চিক

কোনো ভালো কাজের আশ্বাস পেতে পারেন। সম্মিলিতভাবে কাজ করে ভালো ফল পেতে পারেন। অসতর্কতায় যাতে সুযোগ নষ্ট না হয় সেদিকে খেয়াল রাখবেন। গুরুত্বপূর্ণ কাজে তাড়াহুড়া করবেন না।

 ধনু

সম্ভাবনাময় কিছু কাজ নিয়ে ভাবতে পারেন। বেকারদের চাকরিসংক্রান্ত কাজে অগ্রগতি হবে। পদস্থ কর্মকর্তার সাহায্য পাবেন। প্রত্যাশিত কাজে বাধা এলে বুদ্ধিবলে তা অতিক্রম করার চেষ্টা করুন। শরীর ভালো রাখুন।

 মকর

আজ সময় ভালো কাটবে। বাড়তি আয়ের সুযোগ আসতে পারে। কাজে কাঙ্ক্ষিত ফলাফল অর্জিত হবে। সৃজনশীল কাজের আলোচনায় অগ্রগতি হবে। বকেয়া টাকা আদায় হতে পারে। ইতিবাচক মনোভাবে লাভবান হবেন।

 কুম্ভ

আপনার চিন্তা যথাযথভাবে প্রকাশ করতে পারবেন। কারো সাহচর্য আনন্দ দেবে। পারিবারিক পরিমণ্ডলে গুরুত্ব বাড়বে। জরুরি কাজ ফেলে রাখবেন না। সবার সঙ্গে হাসিমাখা মুখ নিয়ে মিশুন।

 মীন

কর্মক্ষেত্র উদ্দীপনাপূর্ণ থাকবে। আর্থিক অনিশ্চয়তা কমে আসবে। ব্যবসায় প্রসার লাভ হবে। পরিকল্পনা বাস্তবায়নে আলস্যের প্রশ্রয় দেবেন না। অসুস্থদের সতর্ক থাকতে হবে। স্বাস্থ্যবিধি মেনে চলুন।

 

 172 total views,  2 views today