আজকের (২৮ নভেম্বর, ২০২১) রাশিফল সঙ্গে অব্যর্থ টোটকা
বিশ্ববাংলা সেরা সম্মান ২০১৮, মাদার টেরেজা স্মারক সম্মান ২০১৮,
বঙ্গরত্ন গৌরব সম্মান ২০১৮ দ্বারা অলংকৃত
আচার্য্য শিবু শাস্ত্রী
আচার্য্য, শাস্ত্রী, প্রাক শাস্ত্রী, রাষ্ট্রীয় সংস্কৃত সংস্থানম
(ভারত সরকারের মানবসম্পদ উন্নয়ন মন্ত্রক দ্বারা পরিচালিত)
জ্যোতিষ ভারতী, জ্যোতিষ শাস্ত্রী, জ্যোতিষ আচার্য, তান্ত্রিকাচার্য্য,
জ্যোতিষ এশিয়াশ্রী উপাধি প্রাপ্ত (স্বর্ণপদক প্রাপ্ত)
যোগাযোগ – ৯৮৩০২৯২১৭৪
Email : acharyashibusastri@gmail.com
সুখী দাম্পত্য জীবন পেতে টোটকা
(দ্বিতীয় পর্ব)
(৬) উভয়ের সমস্যাগুলি নিজেদের মধ্যে আলোচনা করে সমাধান করে নেওয়া।
(৭) কখনো ক্রোধের বশীভূত না হওয়া।
(৮) কখনো লোভের বশীভূত না হওয়া
(৯) বিবাহের আচার অনুষ্ঠানকে পুরাতন প্রথা বলে বর্জন না করে মেনে বিবাহ করা। কারণ এই অনুষ্ঠানের মাধ্যমে দুটি পরিবারের মেলবন্ধন ঘটে। তাছাড়া বর ও কনে সুখের স্বপ্নে বিভোর হয়ে ওঠে। এই সুখানুভূতির স্মৃতিকে বয়ে বেড়াতে পারে। তন্ত্রশাস্ত্রে বলা হয়েছে এটি একটি বশীকরণ প্রক্রিয়া।
(১০) মাসে অথবা তিন মাসে একবার দুজনে মিলে রহস্য পূজা করবে। এবং পঞ্চ ‘ম’ কার প্রথা পালন করবে।
(১১) যৌন মিলনে সমস্যা দেখা দিলে সুচিকিৎসকের পরামর্শ নেবে।
(এরপর আগামীকাল)
রোগ মুক্তির টোটকা
যৌন যোগে দৈন্য হলে যদি দুঃখ হয় মনে।
দূর কর দুঃখ আখরোট সেবনে।
বিশিষ্ট শিক্ষকমন্ডলী দ্বারা হাতে কলমে জ্যোতিষ শিখতে চান?শিক্ষান্তে ডিগ্রি প্রদান করা হয়। আজই যোগাযোগ করুন
আচার্য্য শিবু শাস্ত্রী
9830292174 / 6291252790