বিশ্বকর্মা পূজোয় বিরল যোগ, শুভ ফল পেতে অবশ্যই এই তিনটি কাজ করবেন

বহু সম্মান ও পুরষ্কারে ভূষিত, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সাপ্তাহিক রাশিফল বিচারের লেখক

আচার্য্য পি.শাস্ত্রী

(স্বর্ণপদক প্রাপ্ত)

9836738810 / 8697296783

বিশ্বকর্মা যে কাজগুলি করবেন –

১) বিশ্বকর্মা পুজোর দিনে তুলসী গাছের বীজ তুলে একটি হলুদ কাপড়ে বেঁধে নিন। তার পর এই কাপড় নিজের ডান হাতের বাহুতে বাঁধুন। এই টোটকায় আপনার কাজে আসা সমস্ত বাধা-বিপত্তি দূর হবে এবং সাফল্য লাভ করবেন।

২) বিশ্বকর্মা পুজোর দিনে ভগবানের কাছে সবুজ মিষ্টির ভোগ নিবেদন করুন। পুজোর পর সেই সবুজ মিষ্টি সকলের মধ্যে দান করুন। এই উপায়ে আর্থিক সঙ্কট দূর হবে এবং আর্থিক লাভের পথ প্রশস্ত হবে।

৩) পুজোর জন্য বিশ্বকর্মা ঠাকুরকে যে আসনে প্রতিষ্ঠা করা হবে সেই আসনের নীচে দু’টো পেরেক রেখে দিন। পুজো শেষের পর একটি পেরেক ব্যবসার ঘরের সদর দরজার সামনে পুঁতে দিতে পারেন অথবা কালো কাপড়ে মুড়ে ওই দরজার সামনে ঝুলিয়েও রাখতে পারেন। আরেকটি পেরেক ঘরের পিছন দিকে পুঁতে দিতে পারেন অথবা কালো কাপড়ে মুড়ে ঝুলিয়ে দিতে পারেন।

 

 _________________________________________________________

  

 

 

 

 

 

 

 

 

  

Loading