ধৃতিমান বড়ুয়া (বিশেষ প্রতিনিধি) তরাই-ডুয়ার্সের সমস্ত চা বাগানে তাই এখন খুশির হাওয়া। শনিবার চা-বাগানের শ্রমিকদের পুজোর বোনাস ও দৈনিক মজুরি নিয়ে এক বৈঠক ছিল। সেই বৈঠকেই চা বাগানের শ্রমিকদের পুজোর বোনাস ও দৈনিক মজুরি বাড়ার ঘোষণা দেয়া হলো। পুজোর আগে এই সুসংবাদে চা বাগানের শ্রমিকদের মধ্যে এখন খুশির হাওয়া। করোনা আবহে এবার পুজোর বোনাস মিলবে কি না সংশয় ছিল। এ নিয়ে গত ১৪ সেপ্টেম্বর চা-বাগানের মালিক ও শ্রমিক সংগঠনের সঙ্গে ত্রিপাক্ষিক ভার্চুয়াল বৈঠক করে রাজ্য সরকারের শ্রম দফতর। আর তাতেই মেলে সমাধানসূত্র। বৈঠকে সিদ্ধান্ত হয় চা বাগান শ্রমিকদের বোনাস দেওয়া হবে। পাশাপাশি দৈনিক মজুরি ১৭৬টাকা থেকে বাড়িয়ে করা হবে ২০২ টাকা। আলিপুরদুয়ার শ্রীনাথপুর চা বাগানে শ্রমিক সুশীলা চিক বরাইক জানিয়েছেন, ‘আমরা খুব খুশি। বোনাস পাব, মজুরি বেড়েছে।’
আলিপুরদুয়ারের তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি প্রকাশ চিক বরাইক জানিয়েছেন, ‘একটা বৈঠকেই এমন সিদ্ধান্ত এর আগে দেখা যায়নি। মুখ্যমন্ত্রীর জন্যই এখানকার চা বাগানের শ্রমিকরা বোনাস পাচ্ছেন।’