প্রৌঢ়ত্বের লাঠি

কলমে  – ডাঃ শ্যামল বেরা

ইডেন এস্টর পার্ক, ব্লক-এ/২এ, ৮৩৪ উত্তর-পূর্ব ফরতাবাদ, সাহা পাড়া

কলকাতা -৭০০০৮৪, থানা -নরেন্দ্রপুর

 

মাসীমা তুমি কেমন আছো ?

চলছে না যে আর শরীর বাবা,

কীজে বলি,

মুখে যে নেই কোনো রুচি

শয্যাশায়ী যে ঘরের মানুষটি  আজ যার নাই কোনো কর্মসূচি,

আছে মেয়ে, তবে সেতো অনেক দূরে শ্বশুরালয়ে,

আমাদের সেই ‘কেষ্টই’ আজ বিপদে আপদের ভরসা,

একসময় সে ছিল তুচ্ছ আর তাচ্ছিলে ভরা

আজ সেই কেষ্টই যে আমাদের প্রাণভোমরা,

আমাদের জীবন দশায় প্রয়োজন যে একটা লাঠি

আজ কেষ্টই যে আছে পাশে সব ছেড়ে ঘটি বাটি,

আজ আমি বৃদ্ধা,রিক্ত ও শূন্য

অথচ যৌবনে ছিলাম যে ভাঁড়ার পরিপূর্ণ,

আজ জীবন চলে জীবনের মতো

অভাব নেই যে ভাত কাপড়ের সুতো,

তবুও যে চাই একটা উন্নত মন

আজ যে বড় অভাব কেমন,

বয়সের ভারে ন্যুব্জ

করতে হয় কত কি সহ্য,

কোনোদিন ও ভাবিনি কেমন লাগে একাকিত্ব

জীবনের খেলাঘরে এটাই যে ধ্রুব সত্য,….

মাসিমা কয়েকদিনের মধ্যেই খাবারের রুচি আসবে কেমন,

ভালো থাকুন.

 

Loading