কবিতা – জীবন কথা
কলমে – সোমা রায়
যোগেন্দ্রনগর, আগরতলা, ত্রিপুরা
হোয়াটসআপ ,ফেইসবুক এর তান্ডবে ,
বাগযন্ত্রও আজ নি:স্তবব্দতায় ভুগছে l
মুচকি হাসি আর অট্টহাসি কাঁদছে ,
একসাথে বসে আড্ডার মজা মুঠোফোনে আটকে আছে ,
মানুষ নিজের জগতে নিজে বাস করছে ,
চিঠি চিরতরে কফিনবন্দি রয়েছে ,
প্রতিউত্তরের বালাই সশব্দে হারিয়েছে ,
আবেগ , অনুভূতি মারা গেছে ,
মানুষ ঠিকঠাক যান্ত্রিক হয়েছে ,
রাতের ঘুম দিনে গেছে ,
সূর্য্য মামার বদলে চাঁদের দেখা মিলছে ,
24×7 মানুষ কর্ম ব্যস্ত থাকছে ,
অপরাধ প্রবণতা ব্যাপক হারে বাড়ছে ,
আখেরে একাকিত্বে জীবন কাটাচ্ছে l