প্রাণের রবি

✍ – কলমে- ড.অর্ণব দত্ত

 (ইতিহাস গবেষক, প্রবন্ধিক,সম্পাদক)

খালোর, বাগনান, হাওড়া

 

বৈশাখের দাবদাহ

 বসন্তের বিদায় বেলা।

আগমনের বাজনা বাজে,

সুর ছন্দের মেলা।

জন্মদিনে সাজে দেখো দিক দিগন্ত,

হৃদয় মাঝে ওঠে ঢেউ,কত প্রশ্নের দ্বন্দ্বে ।

তুমি নেই!

সত্যি কি নেই

আর ও একটি বছর,

তোমার আসার পথ চেয়ে থাকা।

কত খুঁজেছি,কত বুঝিয়েছি মন

কবিতা,গানে শুনেছি সারাক্ষণ

কি ভাবে বুঝলে ঠাকুর?

সকল মনের কান্না।

বৈশাখী দিন কালো হয়ে আসে

চোখের মাঝে জল,

মনে কে বোঝাইতে কত ধরি ছল।

গান ভেসে আসে বাতাসের সাথে

শুনি কান পেতে

“দে তোরা আমায় নতুন করে দে নতুন আবরনে।”

……………………………………………………………………………………………………

 

 

 

Loading