” পরিবর্তনহীন “

কলমে – সুমিতা পয়ড়্যা

কল্যাণী, নদীয়া

ধরণী ডাক দিয়ে বলে সবুজের কথা বল

জীবনধারণে একান্ত প্রয়োজন যেমন জল।

আকাশ হেঁকে বলে নীলের আভা দেখে

রাতের আকাশে না হয় চাঁদের রঙ মেখে।

বাতাস বয়ে গেল দিগন্তে কানাকানি করে

সুন্দর পরশ লাগুক ঘুমন্ত শরীর পরে।

জলগুলো সব করে কোলাহল দুরন্ত উচ্ছ্বাস

ইচ্ছেমতো ভিজিয়ে আঁচল জীবনের বারো মাস।

আগুন ছুটেছে দুর্দম উপত্যকা জুড়ে আভা

সর্বগ্রাসী হানাদার খিদেতে জ্বলন্ত লাভা।

পঞ্চভূতে পঞ্চতত্ত্ব দাঁড়িয়ে আছে অবিকল স্থির

জাহির যতই করুক না ভাই পঞ্চভূতেই স্থবির।

 230 total views,  2 views today