কবিতা- উষ্ণায়ণ ,পাপের ফল

কলমে – ✍️: অসীম মুখার্জী

যেন কামার শালে হাপড় টানা,

চলছে সারাদিন !

তীব্র দাহে, বন্দি গৃহে,

রাত্রেও ছাড় হীন  ?

শরীর বেয়ে ঝরছে যে স্বেদ,

অবিশ্রান্ত ধারা !

বৃষ্টি মা’গি ঘুরছি দ্বারে

তাপেতে পাগল পারা !!

মরছে মানুষ ভেবে ভেবে,

শুকনো যে পথ ঘাট !

জনপদ আজ পরিপূর্ণ,

শূণ্য যতেক গাছ !!

চেতনার বলি করেই ফেলেছে,

বন জঙ্গল সাফ !

মানবরূপী দানব জানেনা,

কি হয় ? কাটিলে গাছ !!

পুড়ে গেছে শুনি ব্রাজিলের

ওই আমাজন জঙ্গল  !

উষ্ণায়নণে  তাইতো পৃথিবী

ঘামছেরে গলগল ?

পুড়ছে আমাজন কিছুটা মাত্র,

তাতেই মরছি জ্বলে ?

আমাজন যদি পুড়তো গোটায়,

থাকতো কিছু ?   পৃথিবী বলে ??

Loading