কবিতা- স্বার্থের প্রতিঘাত

কলমে – অসীম মুখার্জী

 

নারীই জননী নারীই ভগিনী

নারীই বিশ্বময় !

নারীই দুহিতা, নারীর প্রেরণায়,

দ্যাখো করিছে বিশ্বজয় !!

নারীই মেহোনী নারীই সোহিনী,

নারীই সৃষ্টিময় !

নরের পূরক ধারক ও বাহক,

নারীই তমসা ক্ষয় !!

সৃষ্টিই শুধু নারীর কৃষ্টি ?

নারীই সুন্দর ময়ী !

নারীর প্রেরণা ছাড়া কি পুরুষ,

হতো কি বিশ্বজয়ী ??

নারী শান্তনায় কভূ যন্ত্রণায়,

প্রলেপ তুল্য ক্ষতে!

বৃদ্ধ বয়সে নারীকে ক্যামনে,

পাঠাও বা তাঁহারে পথে ?

মাতা পিতা যবে বৃদ্ধ বয়সে,

যাদের চক্ষুশূল ?

বৃদ্ধ বয়সে তাদের ও দশায়,

ভাসিবে কপোল কূল !!

Loading