শুভক্ষণ

কলমে –

বি/এ, ৫/6, তালতলা, জোড়ামন্দির, বাগুইআটি, স্বাগতম ভিলা, কলকাতা – ৫৯

……………………..

অনন্য অনুভূতি নীরবে, নিভৃতে

উপলব্ধি হয় একাকী হৃদয়ে প্রতি মুহূর্তে

তোমার অস্তিত্ব তোমারই সকল সৃষ্টিতে

জ্ঞানতো হই সেই সৃষ্টির উন্মোচিতে।

সাগর সমান তোমার সাবলীল প্রকাশ,

সকল হৃদয়ের তুমি পরিভাষার আভাস।

উথলিয়া সুরে হৃদয়ে ভেসে চলো এ বিশ্ব সংসারে,

মান, অভিমান, সুখ, দুঃখ, বিরহ, বেদনার মাল্য গেঁথে।

আজ যে ২৫ শে বৈশাখ,

তোমার জন্মের শুভক্ষণ,

চির প্রকাশ্য তুমি সূর্যের মতন।

বিরাজ করছ, তুমি মননে মননে,

তোমায় জানতে অনায়াসেই, সে আসে স্মরণে।

দুচোখ বেয়ে অশ্রু ভরে নামে,

একি অদ্ভুত ……

তোমার মাঝে পাই আমি তাঁরে দেখিতে …..

হাহাকার হৃদয়ে খুঁজে ফিরি চারিপাশ,

কেউ তো নেই? যে জানাবে তোমার প্রকাশ‌।

“আমি তারে খুঁজে বেড়াই যে রয় আমার মনে,

 অঙ্গে অঙ্গে হরষ জাগায় দখিন সমীরণে,”

তোমার শব্দেই ব্যথা আসে,

 তোমারি শব্দে সান্তনা।

কত দুঃখ সহেছো তুমি,

 মনুষ্য রূপের যন্ত্রণা।

তুমি মোর ঈশ্বর, তুমি বিশ্বকবি।

তোমার আশিষে, প্রতিফলিত হোক আমা মাঝে তোমারই প্রতিচ্ছবি।

Loading