কবিতা- সৃজন জোয়ার

কলমে – শ্রী স্বপন কুমার দাস

 (গোপীবল্লভপুর/ঝাড়গ্রাম)

বট অশ্বস্থের বৃহৎ হস্ত

শীতল স্নেহ করে দান,

ছত্ররূপিনী মা বকুলরানী

বিলায় সদা সুগন্ধি ঘ্রাণ।

শাল পিয়ালি রাস্তার ধারে

পথচারীদের তৃষ্ণা মিটায়,

আম জাম লিচু ও কাঁঠাল

সেগুন পাতায় পেট ভরায়।

রোগ সারাতে মেহগিনি নিম

অর্জুনের জুড়ি মেলা ভার,

আমলকি হরিতকি বহড়া

পেটের রোগ করে সংহার।

নিম তুলসীতে গৃহলক্ষ্মী বাস

গৃহ সম্মুখে “দুই-চারটে” চাই,

অসুখ বিসুখ হবে সব নাশ

সুখশান্তি বিরাজ গৃহে সদাই।

এসো সবে মোরা বর্ষণ দিনে

করি অঙ্গীকার বাঁচার তরে,

মিলি সবে আজ বৃক্ষ রোপনে

অম্লজান ভরাতে ধরণী ঘরে।

একটি গাছ একটি জীবনে

মেনে চলো সব বন্ধু সুজনে,

ফাঁকা জায়গা ভরাও গাছে

উঠুক জোয়ার বৃক্ষ সৃজনে।

 

Loading