কবিতা – শ্রীচারণেষু মা

কলমে – সোমা রায়

যোগেন্দ্রনগর, আগরতলা, ত্রিপুরা

 

মা , তুমি কেমন  আছে ?

আর বাবা ! নিশ্চয়ই ভালো ,

তোমায়  তেরো বছর পর পেয়ে বাবা তো জানি দারুন খুশি ,

অনেক গুলি শীত  গ্রীষ্ম পার হয়ে তোমার দেখা পেলো যে ,

বাবা তো জানি এখন তোমার হাতের রান্না  খুব মজা করে খায় , তাই না ?

ও হ্যা ,বাবাকে বলো তোমায় কিন্তু ডাক্তার বাবু রান্না করতে ব্যারন করেছেন l

আর হ্যা  , কোন ভারী জিনিস ও তুলবে না , উনিশে যে তুমি হাত ভাঙলে ,

অনেক কষ্টে সে হাত ঠিক হলো যে , মনে আছে তো …

যদিও বাবা তো এসব কিছুই জানে না

বাবা যাওয়ার পর তোমাকে যে অনেক যত্নে আমরা  আগলে আগলে রাখি …তুমি ই তো   শেষ ছাদ আমাদের

বক বক করতে করতে ভুলেই গেলাম তুমি তো  এখন পরিপূর্ণ সুস্থ ….”.ভিন গ্রহের তারা .”    প্রণাম মা

Loading