কবিতা – সতীর পুণ্যে পতির পুণ্য

কলমে – বিজন চন্দ

টালিগঞ্জ কলকাতা ফোন ৯৪৩৩১১২০৯২

কবি পরিচিতি
********
বিজন চন্দ (৯৪৩৩১১২০৯২)
কবি -সাহিত্যিক সংগঠক ও শিক্ষক
********
জন্ম এগরা, পূর্ব মেদিনীপুর , প: বঙ্গ, ভারত।
পিতা পুলিন বিহারী চন্দ ,
মাতা স্বর্ণময়ী দেবী।
স্থায়ী বাসিন্দা – টালিগঞ্জ, কলকাতা।

কবি পেশায় জীববিদ্যার শিক্ষক ।
এছাড়া চলচ্চিত্রাভিনেতা সঞ্চালক,সংগঠক ও শিল্পী।
সম্পাদনা
আকাশ বলাকা (সাহিত্য পত্রিকা) ,উচ্চ মাধ্যমিক সাথী (বিজ্ঞান পত্রিকা)।
গ্রন্থ – অনন্যা,অন্বেষণ অভিমানী, অন্তরালে,অমর প্রেম, প্রত্যাশার বর্ণমালা, কাব্য মঞ্জুরী…
সাহিত্য সংস্কৃতির অভিনন্দন যাত্রা আসাম ,ত্রিপুরা ,ভারত ও বাংলাদেশ।

……………………………………………………………………………………….

গিন্নি আমার সেলিব্রেটি

 এম পি হল বটে

আমি সেই গণ্ডমূর্খ

  বিদ্যা নেই তো ঘটে ।

দিন আনতাম শান্তিতে খেতাম দিনমজুরের ভাত

এখন আমার গিন্নির দৌলতে

 লম্বা লম্বা হাত।

লোভ অহংকার সীমাহীন

 মোটেই ভালো নয়

মান সম্মান জাতি কুল

 সমূলে করে ক্ষয়।

প্রত্যাশার লোভে মনুষত্ব

  দিচ্ছ কেন জ্বলাঞ্জলি

গুরুবাক্য এই কথাটি

  কেমন করে বলি ।

একবার নয় তিনবার

 নির্বাচিত জননেত্রী

শিক্ষা ,স্বাস্থ্য ,আবাসন

  আদ্যপ্রান্ত দুর্নীতি ।

স্বার্থান্বেষী স্তাবক বৃন্দের

 পাল্লা অনেক ভারী

দিন রাত কালো বাজারি সবকিছুতেই চুরি ।

কাটমানি কমিশন

 ডুকছে আমার ঘরে

বঙ্গভূষণ ,বঙ্গশ্রী, সেবা রত্ন

 পাচ্ছে

 ক্ষমতার জোরে ।

কোটি টাকার বাংলো আমার

 গেটে দারোয়ান

সতির পুণ্যে পতির পুণ্য

 শুনছি যে পাঁচ কান।

হঠাৎ সেদিন বিরোধীরা

 করল যে মানহানি

দশটি কেসে ফেঁসে গিয়ে

  টানছে জেলের ঘানি।

আমি খুঁজি মাটির ঘর

 শান্তি মোটা ভাতে

দিন আনতাম দিন খেতাম

 ছিলাম দুজনাতে।

এখন আমার ঘর ও নেই বাংলো নেই দিনমজুরেও বাধা

সেলিব্রেটি গৃহিণী জেলে

 আমি তো সেই গাধা।

Loading