কবিতা – শিশুর আনন্দ

কবি – বিজন চন্দ

 

চাই না মাগো এবার  পুজোয়

 নতুন জামা জুতো

তাকিয়ে দেখো রাস্তার মোড়ে

  অনাথ শিশু কত ।

যে শিশুরা পায়না দুধ

 কাঁদতে থাকে ঘরে

যে মায়ের হাজার তালির

 জোড়া শাড়ি পরে ।

যে দুঃখিনী ভিক্ষা করে

 অর্ধাহারে আছে

আমার পুজো তাদের ঘিরে

  থাকবো তাদের মাঝে ।

হাজার আলোর দীপাবলি

 দেয় না সাড়া প্রাণে

মহালয়া ,কোজাগরি,  বিজয়া

 জানেন না তার মানে ।

তাদের ভুলে কেমন করে

  আনন্দে মেতে থাকি ?

ওদের সুখে সুখী আমি

 ওদের দুখে কাঁদি

 এসো না মা সবাই মিলে

  ঘুচাই ওদের ব্যথা

 মানুষে মানুষে ভেদাভেদ ভুলে

জাগুক মানবতা।

Loading