কবিতা – শিক্ষা যখন পিছন পানে

কলমে – শ্রী স্বপন কুমার দাস

 

শিক্ষা যখন পিছন পানে হাঁটে

প্রতিবাদ তখন ভাষা হারায়,

জাহান্নামের পথে পা দুটি ছুটে

বোধ বুদ্ধি সকল বেহুঁশে ধায়।

দান অনুদান ফাউ সুবিধায়

মানসিকতা বদলে ভিক্ষা চায়,

চতুর চালক লুটের খেলায়

মাতে তখন তার অবলীলায়।

মূর্খেরা ভোলে দুই চার টাকায়

তাতেই তারা গন্ডগোল পাকায়,

সার্থকতা আলো চতুর কব্জায়

লোহিতের হোলি মাখে অসহায়।

Loading