কবিতা- সেই ছেলেটি
কলমে – ✍️: সোনালী মুখার্জী
সেই ছেলেটি
কে চেনে তাকে?
ঐ দূরের গ্রামে,
পথের বাঁকে,
সেইখানেতে থাকে।
তোমরা চেনো না কী তাকে?
অভাবের সংসারে,
ভাইবোনেরা খাবার পরে,
মা যখন খেতে বসে,
ভাত নিয়ে বসে মায়ের পাশে,
মায়ের পাতে ফ্যান,
ছেলের পাতে আধ পেটা ভাত,
এ হবেনা কখনও,
খাবো দুজনেই আধপেটা ফ্যান আর ভাত।
মায়ের চোখে জল,
আর কেহ তো বলেনি এমন করে,
এ কী মাকে ভালোবাসার ফল?
ঐ ছেলেটি
চেনো না কী তাকে,
সে যে কোদাল নিয়ে মাঠে কাজ করে,
পড়ার ফাঁকে ফাঁকে।
সেই ছেলেটি,
ধান কেটে সারাদিন,
দিনের শেষে ফিরতো,
মুখ করে মলিন।
পায়ে ছিলো না জুতো
তাতে লজ্জা কী আর পেতো?
ভায়েরা পড়াশোনা শেখে,
সেই ছেলেটি সাহস জোগায়,
বাবার পাশে থেকে।
বহু বছর কাটলো সুখে দুখে,
সেই ছেলেটি অপুষ্টিতে ভোগে,
কত রকম রোগ নিয়েছে বাসা,
তবু সেই ছেলেটির বাঁচবার আশা।
এমন ছেলে আছে তোমার আমার ঘরে,
কেহ কী এদের জন্য একটু প্রার্থনা করে?
সেই ছেলেটির কথা,
মনে কী জাগায় ব্যথা?
সেই লোকটি থাকে,
ঐ যে পথের বাঁকে।।