সাড়ে তিন হাত সম্বল
✍️ – ড.নির্মল বর্মন – ডি.লিট
ভয়ংকর প্রকৃতি ও মানুষের খেলায় নির্বাসিত
অসহায়, একাকিত্বে অস্ফুট যন্ত্রনার জ্বালায়
সবসময় বিষন্ন থাকার চেয়ে বিষপান করা ভালো।
বেইমান কলঙ্কিত এই খতরনাক সমাজ
দূরে বহুদূরে ঝুঁকে পড়া মেঘরাশির কোলে
কাঠেগড়া কাঠামোয় আমারই শরীর, বরাদ্দ সাড়ে তিন হাত মাটি।
জলবায়ু পরিবর্তনের নেশায়, হৃদয়ে চাপ চাপ রক্তে রঞ্জিত
এই মাটি তে একদিন ঝরেছিল ভালোবাসার কাল ঘাম
কিন্তু আর কি বা হবে,স্নান করার পরে সূর্য প্রণাম
এখনো কবিতার নামে রাহাজানির খোলায় ঘোরে
কপট,লম্পট ভালোবাসার লুটেরা, ঠকবাজ ফেরারী।
গরম ঠান্ডা শহরে বন্দরে ভয়ংকর শিলা বৃষ্টি,মন চিক্কণ
তবুও হৃদয় নিংড়ানো অনুভূতির অপরূপ ভোর কৈ
হাটে বাজারে কবিতার অলিগলি তে মদের ক্রূরতা,রণহিংসার মূল্য বাতাবি লেবুর কাছে জোনাকির খেলা।
বিরাট বিশ্লেষণী হিসেবে বুলেটের জালে মন ভেঙে চৌচির
শঠ প্রবঞ্চকের প্রকান্ড ছদ্মভাবনায় কাঁপে শহরতলী
তাসত্ত্বেও নির্বাসিত জীবনে সাড়ে তিন হাত ভূমিই সম্বল।