সন্তান

কলমে – সোনালী মুখার্জী

ধরোনি তো গর্ভে

কেমন তুমি মা?

“মা” ডেকে যাকে তাকে,

“মা” নামের করবো না অসম্মান।

আমার মা,মা ই হয়

অন‍্য কেহ মা

তা কখনও  না?

বলতে পারো,এ কেমন সন্তান?

গাছে বেঁধে পুড়িয়ে মারে মা কে।

জমি -জমা লিখে নিয়ে বাবা কে দেয় তাড়িয়ে।

থাকো বসে,আসছি আমি,

যাবে নাকো কোথাও,

এই বলে যে খোকা গেলো

মাকে স্টেশনে ফেলে।

মেয়েরা তো বিয়ে হয়ে গেল

স্বামী র ঘর,

জমি জমা চাহিদাতে

নয় যে পর।

এর জন‍্য হতে হয় না শিক্ষিত বা অশিক্ষিত,

চাই যে শুধু একটু মনুষ্যত্ব।

বাবা -মা নয়কো বোঝা,

তারা যে অসমর্থ,

সন্তান তাদের হাতের লাঠি

শক্ত সামর্থ।

Loading