কবিতা – রথের গল্প

কলমে – সোমা রায়

যোগেন্দ্রনগর, আগরতলা, ত্রিপুরা

রথ নামে আষাঢ়ে ,

পথ ভাসে জনমানসে l

হৈহুল্লুড় আর চিৎকার চেঁচামেচিতে ,

সারাবেলা কাটে  সকলের সানন্দে l

ছোট বড় উভয় রকম রথে ,

জগন্নাথ যায় মাসির বাড়িতে বেড়াতে l

রথের রশিতে দিলে টান ,

আপনি আমি বড় পুণ্যবান l

রথে দিতে ফলমূল লুট ,

আবাল -বৃদ্ধবনিতা দে ছুট l

রথ নামে আষাঢ়ে ,

পথ ভাসে জনমানসে l

Loading