কবিতা- রিংটোন

কলমে : সুশান্ত সাহা

 

ঠিক ঠিক নিক নিক

রোদ গুলো সব

আকাশ তো সবার-ই

ছড়ায় গুজব।

রোদ গুলো মেঘেদের 

করে কোলা কুলি

আবিরে আবিরে মাঠ খাট

রামধনু তুলি….

রিম ঝিম শব্দে

দেয় হাওয়া তালি

ছড়ায় সুর চার পাশে

“আমরা”বলে এজমালি..।

কাড়া-কাড়ি তবুও

জোরা জুরি খালি

করে কোন অংকে

সংসার ফালী..?

প্রশ্ন তো মনের সব

হয় জড়ো ভুল

.মন দেখি আন-চান

ঝড়েই হুলু স্থুল…।

ঝড় গুলো দেখি খুঁজে

সবারই মনে

দেখি দিন ক্ষণ সময়

ঠিক নিজে গোনে…।

Loading