কবিতা – রাজনীতির কড়চা

কলমে – ঊষা মল্লিক

১১৪/৩/৪, ডায়মন্ড হারবার রোড, বরিষা, উদয়ন পল্লী

কোলকাতা- ৭০০০০৮

……………………..

ভারত বর্ষ নাকি, বিশ্বের  সবচেয়ে, বড় গনতান্ত্রিক দেশ,

ভোটের আগে, ভোট চলাকালীন সমস্যা ,দেখে মনে হচ্ছে, দেশে গণতন্ত্র হয়েছে, বোধ হয় শেষ।

বছর পাঁচেক পরে, আবার দেশ জুড়ে, হোলো লোকসভার ভোট,

এবারে নাকি, অনেক দল মিলে, করেছে, “ইন্ডিয়া” নামক জোট।

রাজনীতি, এখন ভারত বর্ষের, সবচেয়ে বড় চর্চা,

সংবাদ মাধ্যম জুড়ে, শুধুই আছে, ভোটের নোংরা কড়চা।

নেতা, মন্ত্রী রা, রাজনীতি করে , গদিতে বসার ধান্ধায়,

সাধারণ মানুষ, রাজনীতি করে, টাকা কামানোর চিন্তায়।

গত কয়েক মাস ধরে, এদিক ওদিকে , শুধুই হচ্ছে ঝামেলা,

কোর্ট কাছারি তে, জমা হচ্ছে, একটার পর একটা মামলা।

চাকরি নেই, কাজ নেই, আছে শুধু, ভন্ড মিছিলের সমাবেশ ,

জায়গায় জায়গায়,জমায়েত হয়ে, মিথ্যা প্রতিশ্রুতি, চলছে বেশ।

ঝগড়া, হিংসা আর চলছে , মানুষের মধ্যে মারামারি,

কে যাবে, আগে মরণের দেশে, চলছে তার তজ্জুরি।

মাসখানেক ধরে চলছে ভোট, আজকে শেষ দিন,

জীবন যেন এখন, কাটে সবার  সংশয়ে,হয়ে নিদ্রাহীন।

রাজনীতির জন্য, সবার মধ্যে, এসেছে একটা প্রতিযোগিতা,

মানুষ হারিয়েছে, তার মনুষ্যত্ব, আর সহমর্মিতা।

মানুষে মানুষে ,ভেদ এসেছে, রাজনীতির  নোংরা ধর্মে,

মানবিকতার, পরিচয় কিন্তু, আসে  মানুষের কর্মে।

ভোটের এই, ফলাফল শেষে, কি না কি হবে?

মানুষ মানুষের, নোংরা লড়াই এ, কতো না প্রান যাবে?

চলো আমরা, সবাই মিলে আবার, গাহি সাম্যের গান,

বাঁচাই আমরা, মানুষের জীবন, রাখি গো দেশের মান।

Loading