কবিতা- রাধা
কলমে – ✍️: সুচন্দ্রিতা ঘোষাল চক্রবর্তী
চন্দননগর, হুগলি
কত কথা মনে পড়ে ইতিহাস খুলে
আবেগে ভেসেছিল মন,বাউন্ডুলে।
সেধেছিল,এঁকেছিল ভালোবেসে-পথ
নানা মুনি নানা কথা নানা অভিমত।
জেনেছিল,বলেছিল সে কখনো কি হয়?
মনের বেতারে গাঢ়স্মৃতি আজও তন্ময়।
চুপকথা প্রিয়জনের ,মুখকথা নীরব
কুহেলি এনেছে ব্যথা জীবন বর্বর।
থাক তবে স্মৃতিকথা, থাক তবে দেখা।
পিছু ডাকা সেদিন,হৃদয়ে গাঁথা রেখা।
নীতিমালা পরপারে কি দেবে জ্বালা!!
বিরহে হিমানী যেন সদ্য গড়া মালা।
দুলে ওঠে, জেগে ওঠে, কেঁদে কথা বলে-
রাধা কাঁদে নদী পাড়ে, বিরহে ছুটে চলে
ভাষা ভাঙা সে কথা, সিক্ত কামনার বীজ।
রুক্ষ্ম জীর্ণ পথও ভালোবেসে সজীব।