পলাশের সমাহার

কলমে ✍️: তৃপ্তি সুধা মণ্ডল

গ্রাম-কাদিহাটি, পোঃ গান্টি, উত্তর ২৪ পরগনা, কলকাতা-১৩২

 

তুমি যেন আমার মিঠে সকাল

এক মুঠো নির্মল বাতাস,

তুমি যেন আমার ক্লান্ত দুপুর

বেদনা মাখা ঘুঘুর সুর,

তুমি যেন আমার উদাসী বিকেল

আর সন্ধ্যার অনুরাগ,

তুমি যেন এক নৈঃশব্দ্য রাত

তোমাকে ভেবে  অভিমানে দু,চোখে ঝরে জল।।

 তোমাকে ভেবে পার হয়ে যাই

কত কত জন পদ ।

তুমি  যেন আমার বেদনার সাগর

তবুও তোমাতে ডুব দিয়ে

পাই

অমূল্য রতন,

 তুমি যেন অজস্র পলাশের সমাহার

 আমার প্রিয় শান্তিনিকেতন

সবুজ গাছের ছায়া  সু শীতল ,।

তার স্পর্শে  জুড়ায় আমার মন।

তোমাকে ভেবে  গান গাই

এসো হে বৈশাখ এসো এসো,

তুমি যেন আমার শান্ত পুকুরের জল,

আমার মনের শান্তি

প্রাণের দোসর,,

তুমি যেন আকাশের বুকে

এক ফালি চাঁদ-

আমার কবিতার প্রেরণা তুমি

তোমাকে ভেবে প্রহর কাটে

দিন আসে  দিন যায় ।

 তুমি যেন  নির্জন দুপুরে  কোকিলের কুহু তান

তুমি যেন বুকের মাঝে ভালোবাসার  এক তুফান।

Loading