কবিতা – অতীতের গ্রীষ্মবকাশ

কবি – সোমা রায়

যোগেন্দ্রনগর, আগরতলা, ত্রিপুরা

পড়তো যখন  গরমের ছুটি ,

মামার বাড়ি যেতাম আমি তুমি l

মামাতো- পিসতুতো ভাই বোনের অসাধারণ জুটি ,

সারাদিন হৈহুল্লুড় আর কাদা মাটি পায়ে কেটে যেত বেলাটি l

আম ভর্তা , জাম ভর্তা এসবে সব বাঁধ যেন যেত টুটি ,

মা মাসি মামী বলবেন কি- দিদিমা দাদু তো ছিলেন খুঁটি l

পাকা কাঁঠাল আর টুকটুকে লাল লিচুর ঝুঁটিটি ,

গাছে উঠে মর্মর শব্দে ভেঙ্গে ফেলা হতো ডালটি l

একসাথে পুকুরে , কুয়াতে অথবা ছড়া তে স্নানটি ,

একপাতে বসে ঝগড়া ,খুনসুটি কার পাতে পরবে মাছের মুরুটি l

পড়তো যখন গরমের ছুটি

মামাতো -পিসতুতো ভাই বোনেদের মিলন পর্বের দেখা যেত অসাধারণ জুটি l

Loading