কবিতা -অনুভূতিতে তুই
কলমে – পিয়ালী রায় কুন্ডু
……………………..
আজও সেই অপেক্ষায়,
কখনো পথপ্রান্তে কখনো মনের গভীরে,
যখনই চলাচলে আমি, মন শুধু তুই খুঁজি।
অনেক না বলা কথা আজও রয়ে গেছে বাকি,—
বলতে চেয়েছি আমিও,
যা বলা হয়ে ওঠেনি কখনো ।
কিছু কথা থাক না মনের গহীনে,
ভালোবাসার তৃপ্তি রূপের অধীনে।
হারিয়ে যাওয়া স্বপ্ন দেখি মননে ।
পেয়েছিলাম দুজনেই সমাজকে ভয়,
তাই দিতে পারিনি নিজেদের কে পরিচয়।
আসলে বুঝিনি, সমাজ তো কেউ নয় …….
একটা ছোট্ট ভুল ছিটকে দিল দুজনকেই ,
চলে গেলি আমার থেকে অনেক অনেক দূরে।
বলেছিলি সংসার পেতেছিস নিয়ম করে,
ওই নতুন চোখ দুটির মাঝে খুঁজে পেয়েছিলি আমায়, তোর করে।
আমিও সাজিয়েছি ঘর যত্ন নিয়ে,
নীরবে দায়িত্ব পালন করি, আমার মতন করে।
আকুন্ঠ হৃদয় না পাওয়ার বেদনায় ,
হঠাৎই যখন বলে ওঠে…..
এইতো সমস্ত ভালবাসা আমার মনের মাঝেই
পৃথিবীর সবথেকে সুখী আমি, অনুভুত হই
আনন্দে বিভোর হই ……
যখন ভাবি মনের অন্তরেই তো তুই।
সিক্ত হয় তোর অনুভূতিতে আমার সর্ব শরীর,
সকল অস্থিরতা নিমেষে হয়ে যায় স্থির ।