কবিতা – নজরবন্দি

কলমে – কেয়া দেবনাথ

……………………..

আমার ভাবনার রাজ্যে কিছু

শকুন তাদের আগুন চোখে লক্ষ্য রাখে

শূন্যে উড়ে এক দৃষ্টিতে নজর রাখে।

 কখন গতি স্তব্ধ হবে

 কখন প্রাণ পাখি উড়ে যাবে

 নিথর হবে দেহ।

 ঝাপট দিয়ে বসবে এসে

 সারা অঙ্গ খুবলো খাবে

 পেটের আগুন নিভবে তবে।

 কিন্তু তা তো হবার নয়

 দুরারোগ্য ব্যাধি এলে

এমন কত ভাবনা আসে

 আবার তা চলেও যায়।

 তাই তার ইচ্ছারও হয় না পূরণ

 আর আমারও হয় না মরন

 মরন তো অত সোজা নয়

 ক্রমান্বয়ে পাপক্ষয়।

 আসতে গেলে জানা যায়

 যাওয়ার বেলা তো নয়

 জেনে গেলে ঘটা করে

 বিদায় দেওয়া যায়।

Loading