কবিতা – নবমী নিশি

কলমে – বন্দনা ঘোষ

 

নবমী – নিশি ভারী নিষ্ঠুর

 বিদায় বাঁশি বাজিয়ে আগমন ,

 তার পদসঞ্চারে অনুরনিত

 “মা দুর্গার” বিদায়ক্ষণ।

 বড়ই ব্যথা বাজেবুকে

 হঠাৎ নেভে আলোর ৱোশ নাই ,

তখনও শুনি ক্ষণে ক্ষণে উৎসবের মধুর সানাই ।

 কয়েকটা দিন পরেই

”  মা লক্ষ্মীর “হবে আগমন,

 প্রতিটি মণ্ডপে এবং গৃহকোণে

 উলু, শঙ্খ ধ্বনিতে, পূজিত হন ।

 এমনি করেই সারাটি বছর  দেব দেবীরা পূজা পান ,

 গ্রাম বাংলার সকল মানুষের

 আমোদে আহ্লাদে   ভরে মন ।

 

Loading